ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আড়মোড়া দিতে গিয়ে খুঁটিতে ঝুলে গেল ট্রেন যাত্রী

প্রকাশিত: ০৮:৪০, ২ ফেব্রুয়ারি ২০২০

আড়মোড়া দিতে গিয়ে খুঁটিতে ঝুলে গেল ট্রেন যাত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে আড়মোড়া দিতে গিয়ে সিগন্যাল খুঁটির এ্যাঙ্গেলে বিদ্ধ হয়ে রবিবার গাজীপুরে এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের নাম নুর আমিন (২৫)। সে জামালপুরের ইসলামপুর থানার কড়ইতলা এলাকার একাব্বর হোসেনের ছেলে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে কমিউটার এক্সপ্রেস ট্রেনে চড়ে ছুটি কাটাতে বন্ধুর সঙ্গে রবিবার বাড়ি ফিরছিল নুর আমিন। তারা ভোলা জেলায় একটি উন্নয়ন প্রকল্পে কাজ করতো। ট্রেনটি গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম রেল ষ্টেশনের হোম সিগন্যাল এলাকায় পৌছলে ট্রেনের বগির দরজায় দাঁড়িয়ে নুর আমিন ক্লান্তি দুর করতে হাত তুলে আড়মোড়া দিচ্ছিল। এসময় রেললাইন সংলগ্ন সিগন্যাল খুঁটির একটি এ্যাঙ্গেল (রড) তার বুকে বিদ্ধ হয়ে ওই খুঁটিতে ঝুলে যায় সে। এতে নুর আমিন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তার মৃত্যুর সংবাদ পেয়ে সন্ধ্যায় স্বজনরা জয়দেবপুর রেলওয়ে ষ্টেশনে গিয়ে নিহতের লাশ সনাক্ত করে।
×