ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেরিন একাডেমির প্যারেডে শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁসমুক্ত এসএসসি পরীক্ষা হবে, গুজবে কান দেবেন না

প্রকাশিত: ১১:১৬, ৩০ জানুয়ারি ২০২০

প্রশ্নপত্র ফাঁসমুক্ত এসএসসি পরীক্ষা হবে, গুজবে কান দেবেন না

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো কোন ঘটনা ঘটবে না। এ ধরনের গুজবে কেউ কান দেবেন না। গুজব ছড়িয়ে যারা মানুষের সঙ্গে প্রতারণার ফাঁদ তৈরি করে, তাদের সেই পাতা ফাঁদে পা দেয়া যাবে না। বুধবার চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন। এ সময় অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ছেলেমেয়েরা যাতে সুন্দর ও সুস্থভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করে পরীক্ষার প্রস্তুতি নেয়, সেদিকে যতœবান হোন। বড় পরিসরের এ পাবলিক পরীক্ষায় সন্তানদের লেখাপড়ার সঙ্গে অনৈতিক কোন কিছু যুক্ত করবেন না। এবার অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দর পরিবেশে নকল ও প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়ান অনুষ্ঠান সম্পন্ন হয়। ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ মুজিব শতবর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড সম্পন্ন হয়েছে। এতে সালাম গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল জুলফিকার আজিজ, চট্টগ্রাম নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এ্যাডমিরাল এম আবু আশরাফ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার এ্যাডমিরাল এম খালেদ ইকবাল, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, বাংলাদেশ নেভাল একাডেমির কমা›েডন্ট কমডোর মাসুদ ইকবাল, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক আহমেদ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে অবদান রাখছে মেরিন একাডেমি। গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। আধুনিক ও বিশ্বমানের জ্ঞান-বিজ্ঞানসমৃদ্ধ প্রযুক্তি ও দক্ষতানির্ভর সমাজ গঠনে কারিগরি শিক্ষার প্রসারে সরকার ইতোমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, শিপিং এবং মেরিটাইম সেক্টরে এ অঞ্চলের মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমিকে নলেজ সেন্টার হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের পাশাপাশি ‘বঙ্গবন্ধু টেকনো মেরিনা’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের গ্রুপিং রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আপনারা বার বার বলেন আমার গ্রুপ। আমার কিসের গ্রুপ? আপনারা বলে যাচ্ছেন গ্রুপের কথা। আমি কি কখনও বলেছি যে, আমি গ্রুপ করি। বিশ^বিদ্যালয়ে অনেক সময় ছাত্র আন্দোলন থাকে। কোন বিশ^বিদ্যালয়ে যদি কারও দাবি থাকে তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার পূরণ করে দেন, এর জন্য আন্দোলনের দরকার হয় না। যা প্রয়োজন তা শুধু প্রধানমন্ত্রী অবহিত হলেই যথেষ্ট। এ ধরনের আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই। ৫৪তম ব্যাচে নটিক্যাল শাখায় ৪৯জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ৫৫ জন ক্যাডেটসহ মোট ১০৪ জন ক্যাডেট মেরিন একাডেমিতে দু’বছর মেয়াদী একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছে। এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য নৌ শাখার আবু সালেহ এবং প্রকৌশল শাখার ইকবাল মাহমুদ ইকরা নৌ মন্ত্রণালয়ের রৌপ্য পদক অর্জন করেন। সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মোঃ সালমান হাসান রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন করেন। দেশী ও বিদেশী শিপিং কোম্পানিতে ৫৪তম ব্যাচের ১০৪ জন ক্যাডেটের চাকরি নিশ্চিত হয়েছে এবং অতিরিক্ত আরও ১০০ জন ক্যাডেটের চাহিদা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
×