ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটের হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজন প্রতারক আটক

প্রকাশিত: ০৯:২১, ২৯ জানুয়ারি ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজন প্রতারক আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার হাতীবান্ধায় ভূয়া এসএিসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণার সাথে জড়িত থাকায় হাসিবুল ইসলাম (২৬) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-১৩ রংপুর। এ সময় তার কাছ থেকে ভূয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র, ৮ হাজার ৩৫ টাকা ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। বুধবার দুপুরে হাসিবুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছেন হাতীবান্ধা থানা পুলিশ।এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বড়খাতা চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত হাসিবুল ইসলাম উপজেলার ফকিরপাড়া এলাকার মৃত আবুুল কালাম আজাদের পুত্র। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক হাসিবুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাকার বিনিময়ে মানুষের সাথে ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণা করে আসছিলো। গতকাল মঙ্গলবার রাতে রংপুর র‌্যাব-১৩ সদস্যরা তাকে আটক করেন। আর বুধবার সকালে হাসিবুলকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে হাসিবুলকে আদালতে সোপর্দ করা হয়। তাকে বিচারক জেলহাজতে প্রেরন করার নির্দেশ দিয়েছে। তার নামে থানায় ডিজিটাল নিরাপত্ত আইনে রংপুর র‌্যাব ১৩ বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
×