ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:৪৭, ২৯ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম আব্দুল কাদের। সে খোকসা উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল খালেকের পুত্র। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ৬টার দিকে আসামি আব্দুল কাদের যৌতুকের দাবিতে নিজ বাড়িতে স্ত্রী মিলি খাতুনকে (২০) শ্বাসরোধ করে হত্যা করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বারান্দায় লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় মিলি খাতুনের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে খোকসা থানায় আব্দুল কাদেরের বিরুদ্ধে যৌতুন নির্যাতনে হত্যার অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩১মে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামি আব্দুল কাদেরের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ একলাখ টাকা জরিমানা আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।
×