ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে যুব সমাবেশ

প্রকাশিত: ০৪:২০, ২৯ জানুয়ারি ২০২০

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে যুব সমাবেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে রাজশাহীর চারঘাটে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলার চারঘাট উপজেলার সালেহা শাহ্ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসিডির ডিরেক্টর (প্রোগ্রাম) শারমিন সুবরীনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, নগরীর কাটাখালি থানার ওসি মো. জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, সমাজসেবা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মখলেছুর রহমান, ইউসুফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিউল আলম রতন, সলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক, চারঘাট উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম বাদশা, সালেহা শাহ্ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েতুল ইসলাম। চারঘাট উপজেলার ২৫০ জন যুবক-যুবতী ও কিশোর-কিশোরী অংশ গ্রহণ করেন। সভাপতির বক্তব্যে এসিডির ডিরেক্টর (প্রোগ্রাম) শারমিন সুবরীনা বলেন, ‘নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ করার এখনই সময়। যুব সমাজই পারে এই নির্যাতন প্রতিরোধ করতে। সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে তাই যুবকদের আগামী দিনের নেতৃত্ব দিতে হবে। সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে যুব সমাজকে উদ্বুদ্ধ হতে হবে। যুব সমাজ একত্রিত হয়ে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে পারলেই সমাজের এই মারাত্মক ব্যাধি বন্ধ করা সম্ভব হবে।
×