ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চীন-ভারতসহ চার দেশে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ

প্রকাশিত: ১২:৩২, ২৯ জানুয়ারি ২০২০

 চীন-ভারতসহ চার দেশে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানের লক্ষ্যে ভারত, চীন, জাপান ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। খবর বিডিনিউজের। রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) দেয়া আদেশে এখনও বাংলাদেশের পক্ষে অবস্থান না নেয়া দেশগুলো কিছুটা হলেও নমনীয় হবে বলে মনে করে সংসদীয় কমিটি। বৈঠকে আইসিজের আদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আদালতের এই আদেশকে কূটনৈতিক সফলতা হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিনন্দন জানানো হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) রায় ‘বাংলাদেশের পক্ষে’ আসায় ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ধন্যবাদ জানানো হচ্ছে। বাংলাদেশকে সমর্থন দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়ে দেশগুলোকে চিঠি দেবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে কোন কোন দেশ বাংলাদেশের বিপক্ষে রয়েছে তা নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হয়। এ ধরনের ১২ থেকে ১৪টি দেশ চিহ্নিত করা হয়েছে। বৈঠকে কমিটি এই দেশগুলোর সঙ্গে আরও কূটনৈতিক তৎপরতা চালাতে বলেছে। ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত ও নাহিম রাজ্জাক অংশ নেন।
×