ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘সড়কে নিরাপত্তা নিশ্চিত করে দারিদ্র্য কমিয়ে আনতে পারে বাংলাদেশ’

প্রকাশিত: ১১:২৪, ২৯ জানুয়ারি ২০২০

‘সড়কে নিরাপত্তা নিশ্চিত করে দারিদ্র্য কমিয়ে আনতে পারে বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সড়কের নিরাপত্তা শুধু ব্যক্তি কেন্দ্রিক না দেখে অর্থনীতি ও উন্নয়নের সম্পর্কের দিক থেকে দেখতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ দারিদ্র্য কমিয়ে আনতে পারে মত বক্তাদের। সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর জিডিপির ৩ থেকে ৫ শতাংশ ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্কেফার। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও-এ বিশ্বব্যাংক কার্যালয়ে সড়ক নিরাপত্তা নিয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বক্তারা। এই অনুষ্ঠানে সড়ক নিরাপত্তার বিষয়ে সৃজনশীল উদ্ভাবনের জন্য পাঁচটি টিমকে পুরস্কার দেয়া হয়। বিশ্বব্যাংক ও জাতিসংঘের যৌথ উদ্যোগে এই পুরস্কার দেয়া হয়। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের উচিত এখন সড়ক নিরাপত্তায় বেশি নজর দেয়া, যেন দক্ষিণ এশীয়ায় সড়ক দুর্ঘটনা হ্রাস উদাহরণ সৃষ্টি হয়। শুধু বাংলাদেশ এই সমস্যা নয় দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও মিয়ানমারে একই সমস্যা রয়েছে। সড়ক দুর্ঘটনা অর্থনৈতিক ক্ষতির বিষয়টি উল্লেখ করে সেফার বলেন, একটি শিশু জন্মের পর থেকেই বাবা-মা খরচ করে বিশ্ববিদ্যালয়ে পাঠান। এর পরেই সেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানটি যদি সড়ক দুর্ঘটনায় মারা যায় তবে এটা কী বলব। কারণ শিশু থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া পর্যন্ত সন্তানের পেছনে অনেক শ্রম ও অর্থ ব্যয় করতে হয়। সড়ক দুর্ঘটনার সঙ্গে অর্থনৈতিক বিষয়টি সরাসরি জড়িত। সড়ক দুর্ঘটনা রোধে তিনি বলেন, আমাদের সড়ক নিরাপত্তা আইন মানতে হবে। বাচ্চাদের সিট বেল্ট বাঁধা শেখানোসহ মোটরসাইকেলে চড়লে হেলমেট ব্যবহার করতে হবে। যত্রতত্র সড়কে পারাপার বন্ধ হতে হবে। অভ্যাসগত কিছু পরিবর্তন আনলেই সড়ক দুর্ঘটনা কমে যাবে। প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও জনপথ বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা এখন বাংলাদেশের কোন সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী একটি সমস্যা। সৃজনশীল আইডিয়াগুলো কাজে লাগিয়ে দুর্ঘটনা কমানো সম্ভব। বিশ্বব্যাংক ও জাতিসংঘের এ উদ্যোগ তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে। বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন বলেন, বাংলাদেশে ৫ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরদের মৃত্যুর অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সড়ক দুর্ঘটনা। এ কারণে সড়ক নিরাপত্তার বিষয়টি বর্তমান উন্নয়নে বড় আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
×