ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষণ

হাইকোর্টে ৮ জনের মৃত্যুদণ্ড বহাল ॥ দু’জনের সাজা কমল

প্রকাশিত: ১১:২৩, ২৯ জানুয়ারি ২০২০

হাইকোর্টে ৮ জনের মৃত্যুদণ্ড বহাল ॥ দু’জনের সাজা কমল

স্টাফ রিপোর্টার ॥ লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি রাণী সীমাকে (১৩) ধর্ষণের পর হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদ- বহাল রেখেছে হাইকোর্ট। অন্য দু’জনকে মৃত্যুদ- কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। ডেথ রেফারেন্স ও আসামিদের আপীলের শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ রায় প্রদান করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এসএম শফিকুল ইসলাম ও হাফিজুর রহমান। আদালত যাদের মৃত্যুদ- বহাল রেখেছে তারা হলো, হিরণ, নুর নবী, নুর আলম, হেদায়েত উল্যা হেদু, সাদ্দাম (পলাতক), সুমন (পলাতক), রাশেদ (পলাতক) ও মানিককে (পলাতক)। বাকি দু’জন আনোয়ার ও সোহেলের মৃত্যুদ- কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৮ জুলাই রাত দেড়টার দিকে সদর উপজেলার বসুদহিতা গ্রামের লক্ষ্মণ চন্দ্র দেবনাথের বাড়িতে মুখোশ পরা ১৪-১৫ ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় লক্ষ্মণের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী সীমাকে একটি কক্ষে আটকে রেখে গণধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় পরদিন সীমার ভাই কৃষ্ণ লাল দেবনাথ অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে লক্ষ্মীপুর থানায় হত্যা মামলা করে। তদন্ত শেষে ২০১৩ সালের ২৫ মার্চ পুলিশ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সীমা হত্যায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ১০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল বিচারিক আদালত। একইসঙ্গে দ-াদেশ পাওয়া ব্যক্তিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মঞ্জরুল বাছিদ এ রায় প্রদান করেন। জরিমানার টাকা সীমার পরিবারকে দেয়ার আদেশ দেয়া হয়েছে। মামলার অপর ১৫ আসামিকে বেকসুর খালাস প্রদান করে আদালত। এরপর মৃত্যুদ-াদেশ অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) যাবতীয় নথি হাইকোর্টে পাঠানো হয়। এছাড়া কারাবন্দী আসামিরা আপীল করে।
×