ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইডিইবির সম্মেলন ২ ফেব্রুয়ারি, উদ্বোধক প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:২১, ২৯ জানুয়ারি ২০২০

আইডিইবির সম্মেলন ২ ফেব্রুয়ারি, উদ্বোধক প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (আইডিইবি) তিন দিনব্যাপী ২৩তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। সম্মেলন চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মনিরুজ্জামান, আইডিইবির সহ-সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইদরীস আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক শামসুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ৩ দিনব্যাপী ২৩তম জাতীয় সম্মেলন মোট ২৭ সেমিনার বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫টি হবে আন্তর্জাতিক সেমিনার বৈঠক। বাকি দুইটি রাউন্ড টেবিল হবে জাতীয় পর্যায়ে। আগামী ২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, দক্ষতা উন্নয়নে মানসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, সৃজনশীল উদ্যোক্তা উন্নয়ন, প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, ৪র্থ শিল্প বিপ্লব ও টেকসই উন্নয়নের দিকটি কনফারেন্সে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। আইডিইবির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং আইসিটি বিভাগ, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, কারিগরি শিক্ষা অধিদফতর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, আইএলও, জাইকা, সুদক্ষ, জাতীয় কারিকুলাম ও টেক্সবুক বোর্ডের সহায়তায় ও এডিবি, বিশ্বব্যাংক, স্কিলম্যান-ইইউ, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে অনুষ্ঠিত হতে যাওয়া এ কনফারেন্সে উদীয়মান প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় কি ধরনের প্রাক প্রস্তুতিমূলক দক্ষতা প্রয়োজন হবে, সে বিষয়ে একাধিক কর্মঅধিবেশনে সেমিনার, প্লেনারি সেশন, গোলটেবিল আলোচনা, পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হবে।
×