ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৯৫ ভাগ ঢাকাবাসীকে অসুন্দর রেখে রাজধানীর উন্নয়ন সম্ভব নয় ॥ সেলিম

প্রকাশিত: ১১:১৪, ২৯ জানুয়ারি ২০২০

৯৫ ভাগ ঢাকাবাসীকে অসুন্দর রেখে রাজধানীর উন্নয়ন সম্ভব নয় ॥ সেলিম

স্টাফ রিপোর্টার ॥ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ৯৫ভাগ ঢাকাবাসীকে অসুন্দর রেখে রাজধানী শহর ঢাকার উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার দলের মেয়র প্রার্থীর পক্ষে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। পথসভায় সিপিবি সভাপতি আরও বলেন, ঢাকার ৯৫ ভাগ মানুষকে অসুন্দর রেখে যারা পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলার কথা বলে তারা অতীতের মতো জনগণের সঙ্গে প্রতারণার কথা বলছে। ঢাকাকে সুন্দর-পরিচ্ছন্ন করতে হলে ঢাকার গরিব, মধ্যবিত্ত, শ্রমিক মেহনতি মানুষের উন্নয়নে পরিকল্পনা করতে হবে। বড় লোকের ঢাকা নয়, সবার জন্য বাসযোগ্য সমতাভিক্তিক ঢাকা গড়ে তুলতে হবে। তিনি কাস্তে মার্কার প্রার্থী ডাঃ রুবেলকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা লুনা নূর, আসলাম খান, পেশাজীবী আন্দোলনের নেতা অধ্যাপক ডাঃ আবু সাঈদ, প্রকৌশলী নিমাই গাঙ্গলী, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি ঢাকা কমিটির নেতা ইদ্রিস আলী, সাবেক যুবনেতা হাসান হাফিজুর রহমান সোহেল, মুর্শিকুল ইসলাম শিমুল, হকার ইউনিয়ন সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত, জয়তী চৌধুরী, সিপিবি নেতা বিকাশ সাহা, রোমান হায়দার, যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য ফিরোজ আলম মামুন, ত্রিদিব সাহা, সহসাধারণ সম্পাদক শরিফুল আনোয়ার স্বজ্জন, কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বী খান, সিপিবি মিরপুর থানার সভাপতি রিয়াজ উদ্দিন, কাফরুল থানার সভাপতি সহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল ইসলাম সুজন।
×