ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর ৪৭ দিন

প্রকাশিত: ১১:১৩, ২৯ জানুয়ারি ২০২০

আর ৪৭ দিন

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনের জোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে চলতি বছরের ১৭ মার্চ থেকে পরের বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী, আর ৪৭ দিন বাকি। এর পরই শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক উদ্যাপন। অবশ্য তারও আগে থেকে বিভিন্ন কর্মসূচী সামনে আসতে শুরু করেছে। মুজিববর্ষে দেশের প্রতিটি সরকারী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিটি কলেজের অধ্যক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে তদারকি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশির পরিচালক অধ্যাপক মোঃ শাহেদুল খবির চৌধুরী জানান, আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ ও জাতির জনক সম্পর্কে জানাতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সদ্য সরকারী হওয়া ৩০৪ কলেজকে ভাস্কর্য তৈরি করতে গত ১৪ জানুয়ারি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া, মুজিববর্ষকে ঘিরে প্রকাশনা-সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকা- পরিচালনা করবে কলেজগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মুজিববর্ষের অনুষ্ঠান করতে কলেজগুলোকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
×