ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে দুই ইটভাটাকে ৬ লাখ জরিমানা

প্রকাশিত: ০৯:০৮, ২৮ জানুয়ারি ২০২০

সিরাজদিখানে দুই ইটভাটাকে ৬ লাখ জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দু’টি ইটভাটা মালিককে মঙ্গলবার ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আইন অমান্য করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করে মারাত্মক পরিশেষ দূষণের কারণে দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নে মেসার্স সাজিদ ব্রিকস ও খাজা ব্রিকস নামে দু’টি ইটভাটায় এ অভিযান চালানো হয়। এই সময় ফায়ার সার্ভিস পানি দিয়ে ভাটায় ইট পোড়ানো বন্ধ করে দেয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ সাজ্জাত সাব্বির প্রতিষ্ঠান দু’টিকে তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেন। অভিযানে আরও অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নয়ন মিয়া, সিরাজদখিান থানার এসআই তন্মময় মন্ডল ও শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ।
×