ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরচার রোমান সানা সৈনিক থেকে এখন ল্যান্স নায়েক

প্রকাশিত: ০৮:১১, ২৮ জানুয়ারি ২০২০

আরচার রোমান সানা সৈনিক থেকে এখন ল্যান্স নায়েক

স্পোর্টস রিপোর্টার ॥ খুলনার ছেলে তিনি। বাগালির কয়রাতে তার গ্রামের বাড়ি। চাকুরিজীবি বাবা আব্দুল গফুর সানা এবং গৃহিণী মা বিউটি বেগমের ২ ছেলে, ১ মেয়ের মধ্যে সবার ছোট তিনি। জন্ম ৮ জুন, ১৯৯৫ সালে। তার মূল পরিচয় তিনি একজন তীরন্দাজ। তীরবাজির পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতেও চাকরি করেন (খেলোয়াড়ী কোটায়)। বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। এতগুলো ক্লু দেয়ার পর সচেতন পাঠক এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, তারকা আরচার রোমান সানা। এশিয়া আরচারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন রোমান। সর্বশেষ গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান (এসএ) গেমসে রিকার্ভ পুরুষ একক, পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে তিনটি স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের সেরা এই তীরন্দাজ। এরই পুরস্কার স্বরূপ বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী তাদের কৃতী এই ক্রীড়াবিদকে সৈনিক থেকে ল্যান্স নায়েক পদে পদোন্নতি দিয়েছে। মঙ্গলবার খিলগাঁওস্থ আনসার ও ভিডিপির সদর দপ্তরে রোমানকে ল্যান্স নায়েকের ব্যাজ পরিয়ে দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে আনসার ও ভিডিপির ১৪৪ ক্রীড়াবিদ বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেন। যার মধ্যে একক ও দলগতে ৮ স্বর্ণ, ১৩ রৌপ্য ও ৪৭ তাম্রপদক জেতেন। পদকজয়ী ক্রীড়াবিদদের ৩৩ লাখ ২৫ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। একক ইভেন্টের সোনাজয়ীদের এক লাখ, রুপাজয়ীদের ৭৫ হাজার এবং ব্রোঞ্জপদক জয়ীদের ৫০ হাজার টাকা করে দেয়া হয়। এদের মধ্যে সর্বোচ্চ এক লাখ ৮০ হাজার টাকা পান রোমান সানা। সৈনিক থেকে ল্যান্স নায়েক হওয়াতে রোমান এখন আগের চেয়ে বেশি বেতন পাবেন আনসারের কাছ থেকে। সেই সঙ্গে সৈনিক র‌্যাংকধারী আনসারদের কাছ থেকে পদাধিকার বলেই সম্মানও লাভ করবেন। তবে পদোন্নতির কারনে এর জন্য তাকে কোন বাড়তি দায়িত্ব পালন করতে হবে না। সেক্ষেত্রে আগের মতোই তিনি শুধু আনসারের হয়ে বিভিন্ন ঘরোয়া ও জাতীয় প্রতিযোগিতাগুলোতে অংশ নেবেন, এটাই তার কাজ। র‌্যাংক প্রসঙ্গে তার ভাবনা, আমার বয়স, শিক্ষাগত যোগ্যতা, খেলাধুলা ও বিভিন্ন কোর্স সম্পন্ন করা স্বাপেক্ষে আগামীতে আরও ওপরের দিকে উঠতে পারবো বলে আশাকরি। সকিছু ঠিকঠাক চললে আমি তো মনে করি আমি একদিন সর্বোচ্চ প্লাটুন কমান্ডার হতে পারবো। ২০১৩ সাল থেকে ক্লাব পর্যায়ে বাংলাদেশ আনসারের হয়ে খেলা রোমান এ পর্যন্ত জাতীয় পর্যায়ে ৭ স্বর্ণ, ১ রৌপ্য, ২ তাম্রপদক এবং আন্তর্জাতিক পর্যায়ে ৭ স্বর্ণ, ৬ রৌপ্য এবং ২ তাম্রপদক অর্জন করেছেন। ২০১৬ সালের অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমানের পর এবার দ্বিতীয় বাংলাদেশী ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করার কৃতিত্ব দেখান রোমান। হল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে এই আরচার চমকপ্রদ সাফল্য কুড়িয়ে নেন। সৈনিক থেকে ল্যান্স নায়েক রোমান সানা আগামী প্লাটুন কমান্ডার হবার পাশাপাশি দেশকে আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণসাফল্য এনে দেবেন, দেশের গৌরব আরও বৃদ্ধি করবেন, এটাই ক্রীড়ামোদীদের নিগুঢ় প্রত্যাশা।
×