ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা দবির উদ্দিন বিনা চিকিৎসায় শয্যাশায়ী

প্রকাশিত: ০৩:৫০, ২৮ জানুয়ারি ২০২০

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা দবির উদ্দিন বিনা চিকিৎসায় শয্যাশায়ী

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন বীর সৈনিক মুক্তিযোদ্ধা দবির উদ্দিন আহমেদ (৭৫)। ৭১’র বিজয়ী হয়েছে। কিন্তু জীবনযুদ্ধে পরাজিত এক সৈনিক। অসুস্থ্য হয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছেন নিজবাড়িতে। আর্থিক অনটনের কারণে চরম দৈনদশা নেমে এসেছে তাঁর জীবনে। বর্তমানে সুচিকিৎসায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করেছেন। ঐতিহাসিক ‘১১ দফা’ আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ছাত্রলীগ নেতা নুরল ইসলাম ঠান্ডুর নের্তৃত্বে অগ্রনী ভূমিকা পালন করেন মুক্তিযোদ্ধা দবির উদ্দিন আহমেদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্ম বিষয়ে ১৯৭২ সালে দ্বিতীয় বিভাগ পেয়ে এমএ পাস করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভারতের আসাম রাজ্যের জাফলং মিলিটারি ক্যান্টনমেন্টে ৪২ দিন সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। বাংলাদেশ লিবারেশন ফোর্স (বি.এল.এফ)- এর একজন সক্রিয় সৈনিক হয়ে দেশের অভ্যন্তরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার যুবকদের প্রশিক্ষণ দিয়ে মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে বাস্তবায়িত করতে কাজ করেন। নিজেও সমুখ সমরে অংশগ্রহন করেন।এখনও মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গণমুখী প্রশাসন প্রতিষ্ঠা নিয়ে একাধারে তাঁর বক্তব্যে মানুষ নজর কাড়ে। সংসার জীবনে ছেলে সন্তানহীন মুক্তিযোদ্ধা দবির উদ্দিন আহমেদ খেয়ে না খেয়ে অসুস্থ্য অবস্থায় দিনযাপন করছেন। তিনি দীর্ঘদিন থেকে শারীরিক দূর্বলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে স্ত্রীসহ সংসার পরিচালনায় একমাত্র নির্ভর সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা। পাটগ্রামে বসবাসের ঘরটিরও ভংগুর দশা। যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে। এমতাবস্থায় তাঁর চিকিৎসায় স্বাধীনতার স্বপক্ষের সরকারকে পাশে চান তিনি।
×