ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চামেলী বিডা উদ্বোধন কালে সালমান এফ রহমান

বিদেশী বিনিয়োগকারী ও দেশী শিল্পপতিদের জন্য শাহজালালে বিশেষ মর্যাদা

প্রকাশিত: ১১:১৩, ২৮ জানুয়ারি ২০২০

বিদেশী বিনিয়োগকারী ও দেশী শিল্পপতিদের জন্য শাহজালালে বিশেষ মর্যাদা

স্টাফ রিপোর্টার ॥ দেশে বর্তমানে বিদেশী বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। বিনিয়োগ বোর্ডে ওয়ানস্টপ সার্ভিস চালুর সুফল সম্পর্কে বিদেশী বিনিয়োগকারীরাও ইতোমধ্যে ইতিবাচক ধারণা পেয়ে গেছে। বর্তমান সরকার বিদেশী বিনিয়োগকারীদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশী বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য সিআইপি লাউঞ্জে চামেলী বিডা উদ্বোধন উপলক্ষে এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার অন্যতম কৌশল হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সর্বোচ্চ সেবা নিরাপত্তা ও মর্যাদা প্রদান। এই বাস্তবতার তাগিদেই আজকের এই সিআইপি লাউঞ্জ চামেলী বিডা চালু করা হলো। এখন থেকে এই বিমানবন্দরে এসে কোন বিদেশী বিনিয়োগকারী, ব্যবসায়ী ও শিল্পপতিকে যেন হয়রানির শিকার হতে না হয় সেজন্যই এ লাউঞ্জ চালু করা হলো। থার্ড টার্মিনাল নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত আপাতত তাদের এখানেই ভিআইপি সেবা দেয়া হবে। কেন এমন একটি লাউঞ্জ চালু করা হলো প্রশ্ন করা হলে সালমান এফ রহমান বলেন, শুধু বিদেশী বিনিয়োগকারী নয়, দেশী ব্যবসায়ীদেরও দীর্ঘদিনের দাবি ছিল শাহজালালে তাদের জন্য এমন একটি লাউঞ্জ চালু করা, যাতে বিমানবন্দরে এসে তারা ন্যূনতম সেবাটুকু পান। উল্লেখ্য, শাহজালালের নিচতলায় আগের চামেলী লাউঞ্জকেই অত্যাধুনিক সংস্কার ও শৈল্পিক পরিবর্তন এনে তৈরি করা হয় ‘চামেলী বিডা’। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) নিজস্ব অর্থায়নে লাউঞ্জটি তৈরি করেন। এর ভেতরে রয়েছে একটি অত্যাধুনিক রিসেপশন ডেস্ক, যার দু’পাশে অতিথিদের বসার প্রথম শ্রেণীর মর্যাদার আসন। লাউঞ্জটি একাধারে বিডার তালিকাভুক্ত অতিথিদের পাশাপাশি বিমানবন্দরের অতিথিরা ব্যবহারের সুযোগ পাবেন। লাউঞ্জটির প্রবেশমুখেই থাকবে সিভিল এভিয়েশনের নিজস্ব নিরাপত্তাকর্মী যিনি বিডার তালিকাভুক্তদের কাগজপত্র যাচাই-বাছাই করবেন। এ সম্পর্কে বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান জানান, বিদেশী বিনিয়োগকারী বা বিডার আমন্ত্রিত অতিথিরা তাদের সুবিধা অনুযায়ী এ লাউঞ্জ ব্যবহার করবেন। সিভিল এভিয়েশনের পাশাপাশি এখানে বিডার প্রতিনিধিও নিজ নিজ দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিজিএমই এ সভাপতি রুবানা হক, অতিরিক্ত সচিব আতিকুল ইসলাম, মেম্বার সিকিউরিটি শহীদুজ্জামান ফারুকী, গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব ও এভসেক পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান।
×