ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর ৪৮ দিন

প্রকাশিত: ১১:১০, ২৮ জানুয়ারি ২০২০

আর ৪৮ দিন

স্টাফ রিপোর্টার ॥ নদীর স্রোতধারার মতোই সময় বহমান। ক্যালেন্ডারের পাতায় পেরিয়ে যাচ্ছে একেকটি দিন। সেই সঙ্গে ক্রমশ এগিয়ে আসছে সেই বিশেষ দিনটি। দেশের নানা স্থানে স্থাপিত ডিজিটাল ঘড়ির মাধ্যমে চলছে এখন ক্ষণগণনা। বাকি আর ৪৮ দিন। আসছে ১৭ মার্চ সেই বিশেষ দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতীয় পর্যায়সহ দেশ-বিদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে উদ্্যাপিত হবে মুজিববর্ষ। সরকারী-বেসরকারী আয়োজনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও উদ্যাপিত হবে জাতির জনকের জন্মশতবর্ষ। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর সরকারী-বেসরকারী উদ্যোগে নেয়া হয়েছে বছরব্যাপী বিশাল কর্মসূচী। আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী নানা আয়োজনে উদ্্যাপিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। মুজিববর্ষ উদ্যাপনের কর্মসূচী বাস্তবায়নে এখন তুমুল ব্যস্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়। সেই সুবাদে সোমবার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যালয়ে লোককবিতা সঙ্কলন কার্যকমিটি এবং পোস্টারের ডিজাইন ও ডিজাইনের গাইডলাইন প্রণয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উদ্্যাপনে গঠিত প্রকাশনা ও সাহিত্য-অনুষ্ঠান উপকমিটির লোককবিতা সঙ্কলন কার্যকমিটির এই চতুর্থ সভায় সভাপতিত্ব করেন কার্যকমিটির আহ্বায়ক কবি মুহম্মদ নূরুল হুদা। সভার আলোচনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির নির্দেশনা ও পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনার পর দায়িত্বপ্রাপ্ত কার্যকমিটির সদস্যগণ কর্তৃক সংগৃহীত বঙ্গবন্ধুকে নিয়ে লোককবিদের রচিত কবিতা-গান-পুঁথির প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভাপতি তার বক্তব্যে আগামী ১৭ মার্চের পূর্বে এই সঙ্কলন প্রকাশের যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শামসুজ্জামান খান, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, ড. বাবুল বিশ্বাস, গবেষক বিলু কবির, গবেষক সাইমন জাকারিয়া, গবেষক সুমন কুমার দাশ এবং সদস্য সচিব হাবীবুল্লাহ সিরাজী। একই দিন পোস্টারের ডিজাইন এবং ডিজাইনের গাইডলাইন প্রণয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটি কর্তৃক গঠিত পোস্টারের ডিজাইন এবং ডিজাইনের গাইডলাইন প্রণয়ন কমিটির অধিভুক্ত কার্যকমিটির আহ্বায়ক বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী। এ সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিতব্য পোস্টার ডিজাইনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুন নবী উপস্থিত সদস্যকে যথা সময়ে পোস্টারের ডিজাইন বাছাইাপূর্বক মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটিতে পেশ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, নাট্যজন রামেন্দু মজুমদার, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, কবি তারিক সুজাত এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন।
×