ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা সিটিতে নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে ॥ সিইসি

প্রকাশিত: ১১:০৭, ২৮ জানুয়ারি ২০২০

ঢাকা সিটিতে নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে ॥ সিইসি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার দুই সিটি নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। নির্বাচন ঘিরে দু/এক জায়গায় অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এটা বাদ দিলে সার্বিক নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। যেসব ঘটনা ঘটছে তা ধর্তব্যের মধ্যে পড়ে না বলে উল্লেখ করেন তিনি। সোমবার রাজধানীর টিকাটুলীতে সেন্ট্রাল উইমেন্স কলেজে ইভিএমের ভোটগ্রহণ প্রশিক্ষণ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, ৩০ জানুয়ারি মক ভোটিংয়ের মাধ্যমে ইভিএমে ভোটদান পদ্ধতি ভোটারদের কাছে তুলে ধরা হবে। মক ভোটিং হবে, ভোটারদের আমরা আহ্বান জানাব, আপনারা দেখেন কীভাবে ইভিএমে ভোট দিতে হয়, কীভাবে চালু ও ভোট শেষ করতে হয়। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথমে এই ঘোষণায় ৩০ জানুয়ারি ভোটের দিন নির্ধারিত হয়। পূজার কারণে বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে নির্বাচন দুদিন পিছিয়ে দিতে হয়েছে। গত ১০ জানুয়ারির পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারে রয়েছেন। এখন পর্যন্ত প্রচার নির্বিঘœ হলেও গাবতলীতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রচার ও রবিবার ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এর বাইরে এবারের নির্বাচনী প্রচারে বড় ধরনের বাধার সম্মুখীন হয়নি প্রার্থীরা। গাবতলীতে তাবিথের ওপর হামলার ঘটনায় ইসির নেয়া ব্যবস্থায় এর আগে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ার। এছাড়া দক্ষিণের ইশরাকের নির্বাচনী প্রচারের ঘটনায় অভিযোগ দাখিল করা হয়েছে ব্যবস্থা নেয়ার জন্য। সিইসি এই দুটি ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি, উল্লেখ করেন।
×