ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ০৭:১২, ২৭ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর মহান উক্তি সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়মের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর মহান উক্তিকে ধারণ করে যুব সমাজকে সুন্দর সমাজ বিনির্মাণে উদ্বুদ্ধ করতে এবারও আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ও যুব সমাজের জন্য ক্রীড়াক্ষেত্রে নিজেদের তুলে ধরে দেশ গঠনে উদ্বুদ্ধ করার একটি ভিত্তিভূমি হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজকে ও জঙ্গীবাদ থেকে বিরত রাখা ও ক্রীড়া প্রতিভার বিকাশে এ ধরনের উদ্যোগ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবেশ তৈরিতেও কার্যকরী ভূমিকা পালন করবে। প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের বিভিন্ন প্রান্তের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সেতুবন্ধনের একটি ক্ষেত্র হিসেবে এ প্রতিযোগিতা ভূমিকা পালন করবে, যার প্রতিফলন আমরা গতবারের প্রতিযোগিতায় অনেকটাই দেখতে পেয়েছি। প্রতি বছর এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকশিত হচ্ছে। আমি বিশ্বাস করি, এ প্রতিযোগিতা মুজিববর্ষে তরুণ সমাজকে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত করবে। প্রতিমন্ত্রী সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য স্পেল বাউন্ড লিও বার্নেট ও পোলারকে ধন্যবাদ জানান। সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক এমপি, নাইমুর রহমান দুর্জয় এমপি, যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন, পোলারের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
×