ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় দোকান কর্মচারীকে হত্যার দায়ে ফাঁসি

প্রকাশিত: ০৪:২২, ২৭ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় দোকান কর্মচারীকে হত্যার দায়ে ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় খন্দকার ইয়াছিন আরাফাত লাল্টু নামের একজন দোকান কর্মচারীকে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত ওই আসামির নাম লিটন (৩২)। সে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২০ জুন রাত সাড়ে ১১টার দিকে শহরের আড়–য়াপাড়া এলাকার ৩নং স্কুল সংলগ্ন জনৈক নয়নের দোকানের সামনে গার্মেন্টস দোকান কর্মচারী ইয়াছির আরাফাত লাল্টু চিপস কিনে খাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে আকস্মাৎ আসামি লিটন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় লাল্টুকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরদিন ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইয়াছিন আরাফাত লাল্টুর পিতা খন্দকার সামসুল আলম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিটনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ১৯ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালতে দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামি লিটনের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের রায় প্রদান করেন।
×