ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এই ছবির আসল রহস্য কী?

প্রকাশিত: ০০:৫০, ২৭ জানুয়ারি ২০২০

এই ছবির আসল রহস্য কী?

অনলাইন ডেস্ক ॥ ভারতে নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে বিতর্ক চলাকালে ভাইরাল হয়েছে একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে গ্রিলের ফাঁক দিয়ে সন্তানকে স্তন্যপান করাচ্ছেন এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে দাবি করা হয়েছে, ভারতের কোনও একটি ডিটেনশন ক্যাম্পে সন্তানকে স্তন্যপান করানোর চেষ্টা করছেন ওই নারী। দাবি করা হয়েছে, স্বামী ও স্ত্রী দুজনই বাংলাদেশী। স্ত্রী মুসলিম তাই, এনআরসির কারণে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাকে। আর স্বামী হিন্দু, তাই সিএএ’তে ছাড় পেয়েছেন। তাই বাধ্য হয়ে কিছুক্ষণ পরপর এসে ক্যাম্পের বাইরে থেকেই সন্তানকে মায়ের স্তন্যপান করাচ্ছেন বাবা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের এই দাবি সত্য নয়। জিনিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এটি সাম্প্রতিক কোনও ছবি নয়। ছবিটি ২০১৩ সালের ১১ মার্চ আর্জেন্টিনায় তোলা। আর্জেন্টিনায় বস্তি এলাকায় অবৈধভাবে বসবাসকারীদের পুলিশ এই ভাবে আলাদা করেছিল। এটা সেই সময়ের একটি ছবি।
×