ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বুশফায়ার ক্রিকেট ব্যাশে দেখা যেতে পারে মিক্সড জেন্ডার ম্যাচ

প্রকাশিত: ০০:২৫, ২৭ জানুয়ারি ২০২০

বুশফায়ার ক্রিকেট ব্যাশে দেখা যেতে পারে মিক্সড জেন্ডার ম্যাচ

অনলাইন ডেস্ক ॥ দিন-ক্ষণ স্থির হলেও এখনও নির্ধারিত হয়নি ভেন্যু। বিগ ব্যাশ ফাইনালের ঠিক আগে একই মাঠে অনুষ্ঠিত হবে বুশফায়ার ক্রিকেট ব্যাশ। অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, তা সামলে ওঠার জন্য অর্থ সংগ্রহে খেলা হবে এই চ্যারিটি ম্যাচটি। আর এই ম্যাচ ঘিরে থাকছে একাধিক চমক। যার মধ্যে অন্যতম হতে পারে মিক্সড জেন্ডার ক্রিকেট ম্যাচ। অর্থাৎ এই ম্যাচে একই সঙ্গে মাঠে নামতে পারে ছেলে ও মেয়েরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো না হলেও ক্রিকেটারদের যে তালিকা প্রকাশ করা হচ্ছে ধাপে ধাপে, তাতে সেই সংকেতই স্পষ্ট। আগে ঠিক ছিল রিকি পন্টিং ও শেন ওয়ার্নের নেতৃত্বে এই ম্যাচে অংশ নেবেন জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্কের মতো তারকারা। পরে সেই তালিকায় যোগ হয় অ্যান্ড্রু সাইমন্ডস, ব্র্যাড হ্যাডিন, ম্যাথিউ হেডেন ও মাইক হাসির নাম। অস্ট্রেলিয়ার এক ঝাঁক প্রাক্তন তারকার পাশাপাশি যুবরাজ সিং ও ওয়াসিম আকরামেরও মাঠে নামার কথা ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এঁরা ছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়া এই ম্যাচের জন্য বেশ কয়েকজন মহিলা ক্রিকেটারের নামও ঘোষণা করেছে। যাঁদের মধ্যে রয়েছেন অ্যালেক্স ব্ল্যাকওয়েল, মেল জোনস, এলিস ভিলানি, গ্রেস হ্যারিস, লিচফিল্ড। মেল জোনস স্টিভ ওয়ার সঙ্গে নন-প্লেয়িং ক্যাপ্টেনের ভূমিকা পালন করলেও বাকিদের মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, ম্যাচে রিকি পন্টিংয়ের দলের কোচ নিযুক্ত হয়েছেন শচীন টেন্ডুলকার। প্রতিপক্ষ শেন ওয়ার্নের দলকে কোচিং করাবেন ক্যারিবিয়ান কিংবদন্তী ওয়ালস। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর
×