ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৬ বছর পর প্রকাশ্যে কিমের ফুফু !

প্রকাশিত: ২৩:৪৫, ২৭ জানুয়ারি ২০২০

৬ বছর পর প্রকাশ্যে কিমের ফুফু !

অনলাইন ডেস্ক ॥ স্বামীর ফাঁসির ছয় বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ফুফু। ২০১৩ সালে তার স্বামীর ফাঁসির পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। কিম ইয়ং হুই উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রয়াত কিম ইল সাংয়ের মেয়ে এবং প্রয়াত নেতা কিম জং ইলের বোন। তার স্বামী চ্যাং নং থায়েককে ২০১৩ সালে বিশ্বাসঘাতকতার অভিযোগে ফাঁসি দিয়েছিলেন কিম জং উন। সনম্প্রতি রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের ফুফুর একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে তাকে নতুন বছর উদযাপনে অংশ নিতে দেখা গেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেএনসিএ প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, কিম ইয়ং হুইকে কিম জং উন এবং তার স্ত্রীর সঙ্গে একটি থিয়েটারে বসে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে। ওই অনুষ্ঠানে উত্তর কোরিয়ার ঊচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এনকে নিউজের সম্পাদক অলিভার হোথাম জানিয়েছেন, কিম ইয়ং হুইয়ের এভাবে প্রকাশ্যে আসাটা সবাইকে অবাক করেছে। কারণ দীর্ঘ ছয় বছর ধরে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। আচমকা তিনি ওই অনুষ্ঠানে হাজির হওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। দীর্ঘদিন ধরে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় অনেকেই ধারণা করছিলেন যে, তিনি হয়তো নির্বাসনে গেছেন অথবা তার স্বামীর মৃত্যুর পর তাকেও হয়তো হত্যা করা হয়েছে।
×