ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সম্পদের তথ্য গোপন করায় তাবিথের প্রার্থিতা বাতিলে রিট

প্রকাশিত: ১০:১৮, ২৭ জানুয়ারি ২০২০

  সম্পদের তথ্য গোপন করায় তাবিথের প্রার্থিতা বাতিলে রিট

স্টাফ রিপোর্টার ॥ সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করা হয়েছে। অন্যদিকে গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ বন্ধ ও বিসিএসে বয়স ৩২ করার দাবিতে পৃথকভাবে আরও দু’টি রিট দায়ের করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই তিনটি রিট দায়ের করা হয়েছে। সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপীল বিভাগের বিচারপতি (অব) এএইচএম শামসুদ্দীন চৌধুরী মানিক রিটটি দায়ের করেন। তিনি জনকণ্ঠকে বলেন, রিট আবেদনের ওপর সোমবার দুটায় বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত ২৩ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাত করে তাবিথের প্রার্থিতা বাতিলের দাবি জানান বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেন। পরে বিচারপতি মানিক জানান, সিঙ্গাপুরে এনএফএম এনার্জি (সিঙ্গাপুর) প্রাইভেট কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানিতে তিনজনের শেয়ার রয়েছে। এই তিনজন শেয়ারহোল্ডারের একজন তাবিথ আউয়াল। অন্য দু’জন তার সহযোগী। তাবিথসহ তিনজন মিলে এ কোম্পানির সব শেয়ারের মালিক হয়েছেন। এ কোম্পানির মূল্য দেখানো হয়েছে ২ মিলিয়ন মার্কিন ডলারের ওপর। এনএফএম এনার্জি (সিঙ্গাপুর) প্রাইভেট কোম্পানির কথা তাবিথ আউয়াল তার হলফনামায় উল্লেখ করেননি। আইন হচ্ছে নির্বাচনে অংশগ্রহণকারী ও তার পরিবারের সব সদস্যের সব সম্পদ হলফনামায় দেখাতে হবে। কিন্তু তাবিথ আউয়াল তা দেখাননি। এদিকে নির্বাচন কমিশনে দেয়া ওই আবেদনের বিষয়ে কোন সাড়া না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করলেন বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী মানিক। গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ বন্ধে রিট গর্ভবতী নারী ও অনাগত সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে পেটের শিশুদের লিঙ্গ পরিচয় জানার উদ্দেশে পরীক্ষা ও লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন। চলতি সপ্তাহে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। এর আগে গত ১ ডিসেম্বর গর্ভবতী নারী ও অনাগত সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে পেটের শিশুদের লিঙ্গ পরিচয় জানার উদ্দেশ্যে পরীক্ষা ও লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়। বিসিএসে বয়স ৩২ করার দাবিতে রিট বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চাকরি বিধি চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। এতে সাধারণ বিসিএসে চাকরিতে প্রবেশের সুযোগ ৩২ বছর চাওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বলেন, ‘বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা ২০১৪ এর ১৪ বিধিকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই বিধিতে বলা আছে, যারা সাধারণ বিসিএস ক্যাডারে পরীক্ষা দেবে তারা ৩০ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। অথচ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।
×