ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্ণফুলীতে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার, গ্রেফতার-১

প্রকাশিত: ০৭:৫৯, ২৬ জানুয়ারি ২০২০

কর্ণফুলীতে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার, গ্রেফতার-১

নিজস্ব সংবাদদাতা,পটিয়া,চট্টগ্রাম॥ সদরঘাট নৌ থানা পুলিশ চট্টগ্রামের কর্ণফুলী নদীর শিকলবাহা খাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার করেছে। এতে গ্রেফতার করা হয়েছে পাচারকারী মো. ইউনুসকে (২৫)। সে রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফরভাটা গ্রামের আবু তাহেরের পুত্র। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরঘাট নৌ থানা পুলিশ ২ হাজার ৫৩০ লিটার চোলাই মদসহ পাচারকারী ইউনুসকে গ্রেফতার করেন। জানা গেছে, কর্ণফুলী নদী হয়ে চোলাই মদ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাচার হয়ে আসছিল। একটি সংঘবদ্ধ চক্র নৌপথ ব্যবহার করে রাঙ্গুনিয়া হয়ে বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী উপজেলা ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় চোলাই মদ কৌশলে পাচার করছে। সদরঘাট নৌ থানা পুলিশের ওসি মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদী ও শিকলবাহা খালের মুখে একটি ইঞ্জিনচালিত বোটে তল্লাশি চালিয়ে এসব চোলাই মদ উদ্ধার করে। সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, একটি চক্র বেশ কিছুদিন ধরে চোলাই মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক নৌপথে পাচার শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার লিটার মদ উদ্ধার করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামের মো. বেলালের কাছ থেকে চোলাই মদ ক্রয় করে তা কর্ণফুলী উপজেলার মো. মুছার কাছে বিক্রী করতে যাচ্ছে ইউনুস। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×