ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশালের কথায় গাইলেন চন্দনা মজুমদার

প্রকাশিত: ০৭:৫০, ২৭ জানুয়ারি ২০২০

 বিশালের কথায় গাইলেন চন্দনা মজুমদার

সংস্কৃতি ডেস্ক ॥ ভালবাসা দিবসে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আদা সমুদ্দুর’। রাইসুল তমাল নির্মিত নাটকে তিনটি গান থাকছে। গানের কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। নাটকে ‘কান্নার ঢেউ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার। গানের সুর করেছেন মুরাদ নূর। সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। এ প্রসঙ্গে শিল্পী চন্দনা মজুমদার বলেন, দীর্ঘদিন পরে নাটকে কোন গান গাইলাম। নাটকের গল্প, কথা ও সুর আমার মন কেড়েছে। তাই ব্যস্ততা সত্ত্বেও গানটি করেছি। অসাধারণ একটি সৃষ্টি, সঙ্গে থাকতে পেরে ভাল লাগছে। গীতিকার ওমর ফারুক বিশাল বলেন, আদা সমুদ্দুর হলো রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান। নাটকের গানগুলো সুর করার পর মনে হলো চন্দনাদি’র কণ্ঠে ভাল যাবে। বেশ গেয়েছেন দিদি। আশা করছি, ভাল কিছুই হবে। নুসরাত ইমরোজ তিশা, মুশফিক আর ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, নিকুল কুমার মন্ডল, তাবাসসুম মিথিলা, দাউদ নূর, শিখা খান মৌ, আনোয়ার হোসেন অভিনীত নাটকটি ভালবাসা দিবসে স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ও একটি বেসরকারী টিভিতে নাটকটি প্রচার হবে।
×