ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর পোরশা সীমান্তে নিহত দু’জনের লাশ ফেরত দিলো বিএসএফ

প্রকাশিত: ০৭:৩৭, ২৬ জানুয়ারি ২০২০

নওগাঁর পোরশা সীমান্তে নিহত দু’জনের লাশ ফেরত দিলো বিএসএফ

নিজস্ব সংবাদদাতা ॥ নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশী রনজিত কুমার(২৫) ও কামাল(৩২) এর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার দিবাগত রাত ৮টায় উপজেলার সীমান্ত এলাকা নিলমারী বীল ২৩১(১০)এস পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি কর্তৃপক্ষের কাছে লাশ দুটি হস্তান্তর করেছে বিএসএফ কর্তৃপক্ষ। ভারতের পক্ষে ১৫৯বিএসএফ এর কোম্পানী কমান্ডার জসি হর্ষি আনুষ্ঠানিক ভাবে লাশ হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে লাশ গ্রহন করেন ১৬বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম পিএসসি। পরে লাশ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ সময় ১৬বিজিবি’র নিতপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী ও হাঁপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোকলেসুর রহমান, পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, তদন্ত কর্মকর্তা নিরেন চন্দ্র উপস্থিত ছিলেন। উল্লেখ্য বুধবার রাতে বেশ কয়েকজন বাংলাদেশী যুবক ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় পৌঁছলে ভারতের ক্যাদারিপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিতে ৩ বাংলাদেশি নিহত হয়। নিহতরা হলো, উপজেলার বিষ্ণুপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রণজিত কুমার(২৫), বিষ্ণুপুর দীঘিপাড়া গ্রামের খোদাবরের ছেলে মফিজ উদ্দিন(৩৮) এবং বিষ্ণুপুর কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২)। এসময় মফিজ উদ্দিন গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে মারা যায়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে পোরশা থানা পুলিশ। অপরদিকে রনজিত কুমার ও কামাল হোসেন ভারতের ৮০০ গজ অভ্যন্তরে মারা যায়। ফলে তাদের লাশ বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়।
×