ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে বন্দুকযুদ্ধে শীর্ষ ডাকাত নিহত ॥ অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০০:৫০, ২৬ জানুয়ারি ২০২০

বাঁশখালীতে বন্দুকযুদ্ধে শীর্ষ ডাকাত  নিহত ॥ অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম লটমনি পাহাড়ি এলাকায় র‍্যাব-৭ এর একটি দলের সাথে ডাকাতদলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে | শনিবার দিবাগত রাত ১ টার দিকে সংগঠিত বন্দুকযুদ্ধে সাগরে ৩১ জেলে হত্যা মামলাসহ ১৯ মামলার আসামি ও বাঁশখালীর শীর্ষ ডাকাত সর্দার মোর্শেদুল আলম (৩২) নিহত হয়েছে | সে চাম্বল ইউপির ২ নং ওয়ার্ডের পশ্চিম চাম্বল এলাকার মৃত ছিদ্দিক আহমেদের পুত্র | তাছাড়া ঘটনাস্থল হতে ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ১টি থ্রী-হুলার এলজি ও ৪টি রামদাসহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাবের অভিযানকারী দল | নিহত ডাকাত মোরশেদ এর বিরুদ্ধে হত্যা,অস্ত্র, চাঁদাবাজি, ভুমি দখল ও ডাকাতিসহ বিভিন্ন থানায় ১৯ টি মামলা রয়েছে বলে জানাযায় | এদিকে ডাকাত প্রধান নিহতের ঘটনায় চাম্বল ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষের মাঝে আনন্দ পরিলক্ষিত করা গেছে | তার মৃত্যুতে চাম্বলে মিষ্টি বিতরণ করছেন স্হানীয়রা| র‍্যাব সূত্রে জানাযায়, র‍্যাব-৭ এর নিয়মিত টহল দল বাঁশখালীর প্রধান সডকের সাধনপুর লটমনি এলাকায় পৌছলে পাহাড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন তথ্য পান তারা| এরই প্রেক্ষিতে ডাকাতদলের অবস্থান নির্ণয় করে অভিযানে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষন করে ডাকাতদল | র‍্যাব ও পাল্টা গুলি ছুড়ে | একপর্যায়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল হতে এক ডাকাতের মৃতদেহ সহ দেশি-বিদেশি ৪টি অস্ত্র, ৪টি রামদা ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব | পরে স্থানীয়রা মৃত যুবকের লাশ মোর্শেদ ডাকাতের বলে নিশ্চিত করেন| রাতেই ঘটনাস্থল হতে বাঁশখালী থানা পুলিশ ওই ডাকাতের লাশ উদ্ধার করে নিয়ে আসে | ডাকাতদলের সাথে বন্দুকযুদ্ধ ও অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর বহদ্দারহাট শাখার সিও মোঃ তারেক আজিজ |
×