ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০০:৫০, ২৬ জানুয়ারি ২০২০

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি  নিহত

অনলাইন ডেস্ক ॥ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়াসংলগ্ন পূর্ব দইল্যা খালের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত মাদক কারবারি হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়ার জালাল আহাম্মদের ছেলে মো. নাসির (৩০)। আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) অহিদ উল্লাহ, কনস্টেবল আব্দুর শুক্কুর ও হেলাল। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ। ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের গার্লস স্কুলের সামনে থেকে নাসিরকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ভোরে হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়াসংলগ্ন পূর্ব দইল্যা খালের পাড়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় নাসিরের সহযোগীরা। এতে এএসআই অহিদ উল্লাহ, কনস্টেবল আব্দুর শুক্কুর ও হেলাল আহত হন। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। দু’দলের গোলাগুলির মাঝখানে পড়ে নাসির গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, তিনটি দেশীয় এলজি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ১৬ রাউন্ড খালি খোসাসহ গুলিবিদ্ধ নাসিরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে ভোরে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
×