ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিজ্ঞ নাদালের সামনে পাগলাটে কিরগিয়োস

প্রকাশিত: ০০:১৮, ২৬ জানুয়ারি ২০২০

অভিজ্ঞ নাদালের সামনে পাগলাটে কিরগিয়োস

অনলাইন ডেস্ক ॥ রাফায়েল নাদাল যথেষ্ট নিয়মানুবর্তি, পরিশ্রমী, টেনিসের সর্বকালের সেরাদের একজন। নিক কিরগিয়োস প্রতিভাবান, পাগলাটে, উশৃঙ্খল তবে টেনিস কোর্টে সিমীহ জাগানো একজন। এ দুই টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন। প্রতিপক্ষ হিসেবে কিরগিয়োসের বিপক্ষে খেলতে উপভোগ করেন নাদাল। তবে অস্ট্রেলিয়ান কিরগিয়োস যতক্ষণ খেলার মধ্যে থাকেন ততক্ষণ। নতুবা ব্যক্তি কিরগিয়োসকে চরম অপছন্দ নাদালের। সাতবার মুখোমুখি হয়ে ৩ ম্যাচে কিরগিয়োসের কাছে হার দেখেছেন নাদাল। হার্ডকোর্টে তিনবারের দেখায় দুইবারই জয় কিরগিয়োসের। এত প্রতিভাবান খেলোয়াড় শৃঙ্খলার অভাবে পরিস্ফুটিত হচ্ছে না দেখেই যত রাগ নাদালের। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে আবার মুখোমুখি এ দুই তারকা। ১৯টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল তৃতীয় রাউন্ডের ম্যাচে স্বদেশি পাবলো কারেনো বুস্টাকে ৬-১,৬-২,৬-৪ সেটে হারিয়েছে নাদাল। এই ৩৩ বছর বয়সী স্প্যানিয়ার্ডের চোখে এবারের প্রতিযোগিতায় এটি তার সেরা ম্যাচ। অপরদিকে কিরগিয়োস সাড়ে চার ঘন্টার ম্যাচে রাশিয়ার কারেন খাচানোভকে ৬-২, ৭-৬(৭-৫), ৬-৭(৬-৮), ৬-৭(৭-৯), ৭-৬(১০-৮) পাঁচ সেটের গেমে হারান কিরগিয়োস। ম্যাচ শেষে কিরগিয়োস বলেন, ‘আমি জানিনা কি বলবো। আমার সাপোর্ট স্টাফরা আমায় শেষ মুহূর্ত পর্যন্ত জেতাতে সাহায্য করেছে। তারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমার পা দুটি যেনো ভারী হয়ে গেছে। এটি আমার ক্যারিয়ারের সেরা জয়।’ চতুর্থ রাউন্ডে ২৪ বছরের কিরগিয়োসের সঙ্গে মুখোমুখি। ম্যাচের আগে কি ভাবছেন রাফায়েল নাদাল, ‘যখন সে খেলার বাহিরে মনোযোগ দেয়, সেটি আমার পছন্দ নয়। যখন সে খেলার প্রতি নিবেদিত থাকে তখন সে দারুণ খেলে। সে এ আসরের সেরা একজন খেলোয়াড়। তবে আমি এ প্রতিযোগিতায় শিরোপা জিততে এসেছি।’ আর নাদালকে নিয়ে কিরগিয়োস বলেন, ‘তিনি অসাধারণ খেলোয়াড়। সন্দেহাতীত ভাবে টেনিসে সেরা খেলোয়াড়দের একজন।’
×