ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএনএ পরীক্ষায়ও মজনুর সম্পৃক্ততার প্রমাণ

প্রকাশিত: ১৩:০৬, ২৬ জানুয়ারি ২০২০

  ডিএনএ পরীক্ষায়ও  মজনুর সম্পৃক্ততার  প্রমাণ

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে গ্রেফতার মজনুর ডিএনএ পরীক্ষায়ও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এই মামলা তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি থেকে গত ২১ জানুয়ারি ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন। খবর বিডিনিউজের। ‘সেখানে মজনুর ডিএনএ নমুনার সঙ্গে ধর্ষিত শিক্ষার্থীর বিভিন্ন আলামত থেকে যে সব নমুনা নেয়া হয়েছে তার মিল পাওয়া গেছে।’ এ বিষয়ে জানতে চাইলে সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিআইডির ল্যাবে ডিএনএ পরীক্ষার পর গত সপ্তাহে তারা গোয়েন্দা পুলিশের কাছে প্রতিবেদন দিয়েছেন। ‘সেখানে মজনুর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।’ এই মামলার তদন্ত কাজ প্রায় গুছিয়ে আনা হয়েছে জানিয়ে গোয়েন্দা কর্মকর্তা মশিউর বলেন, এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রতিবেদন পাওয়া গেলে আদালতে অভিযোগপত্র দেয়া হবে। ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমাদের প্রতিবেদন প্রায় গুছিয়ে আনা হয়েছে। খুব সহসাই তা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’ গত ৫ জানুয়ারি সন্ধ্যায় শ্যাওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে নেমে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ধর্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে তুমুল আন্দোলন গড়ে তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দিনের মাথায় ৮ জানুয়ারি মজনু নামের আনুমানিক ৩০ বছর বয়সী এই যুবককে গ্রেফতার করে র‌্যাব বলে, ‘মাদকাসক্ত’ এই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ধর্ষক। ওই ছাত্রীও ছবি দেখে তাকে শনাক্ত করেছেন।
×