ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বায়োফ্লক ফিস ফার্মিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:১১, ২৫ জানুয়ারি ২০২০

নওগাঁয় বায়োফ্লক ফিস ফার্মিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁয় বায়োফ্লক ফিস ফার্মিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়ামে মৎস্য চাষীদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর নওগাঁ এবং এফ এন্ড এস ইন্টারন্যাশনালের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, মৎস্য অধিদপ্তর পরিচালক (অব:) ড. জোয়ার্দ্দার মো: আনোয়ারুল হক। সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ। বক্তব্য রাখেন, মৎস্য অধিপ্তরের পরিচালক ড. একেএম আমিনুল হক, এফ এন্ড এস ইন্টারন্যশনালের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব আলম। কর্মশালায় জেলার সকল উপজেলার মৎস্যচাণী ও খামারীরা অংশ গ্রহণ করেন।
×