ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমরা মুশফিকের কথা ভেবে বসে থাকতে পারি না॥মাহমুদউল্লাহ

প্রকাশিত: ২২:৫০, ২৫ জানুয়ারি ২০২০

আমরা মুশফিকের কথা ভেবে বসে থাকতে পারি না॥মাহমুদউল্লাহ

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের পাকিস্তান সফরটা শুরুই হলো হতাশায়। আরও পরিষ্কার করে বললে-আফসোসে। লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারলেও টাইগাররা যে লড়াই করেছে শেষ ওভার পর্যন্ত। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে মাত্র ১৪১ রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে পাকিস্তানও খুব স্বস্তিতে ছিল না। ১৪২ রান তাড়া করতে ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলতে হয় তাদের, ৩ বল বাকি থাকতে পায় জয়। ম্যাচ শেষে তাই বাংলাদেশের সমর্থকদের কিছুটা আফসোসই হচ্ছে। মনে হচ্ছে- আর কয়েকটা রান বেশি করতে পারলেই ফলটা অন্যরকম হতো। বোলাররা তো চেষ্টা করেছেন, ব্যাটসম্যানরা আরেকটু বুদ্ধিমত্তার পরিচয় দিলে পুঁজিটা আরও একটু বাড়তো। ১৫ ওভার শেষে বাংলাদেশের বোর্ডে ছিল ৩ উইকেটে ১০০ রান। কিন্তু শেষ ৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেও ৪১ রানের বেশি নিতে পারেনি টাইগাররা। স্বভাবতই মিডল অর্ডারে একজনের শূন্যতা বেশি অনুভূত হয়েছে, তিনি মুশফিকুর রহীম। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও তাই শুনতে হলো সেই প্রশ্ন-এমন এক ম্যাচে মুশফিকের অনুপস্থিতি ভুগিয়েছে কি? দলে মুশফিকের অভাববোধটা অস্বীকার করলেন না মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা মুশফিকুর রহীমের সার্ভিস সবসময়ই মিস করি। সে আমাদের দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশের জন্য তিন ফরমেটেই সে সেরা পারফরমার।’ তাই বলে আমরা তার অনুপস্থিতির কথা ভেবে বসে থাকতে পারি না। আমার মনে হয়, আমরা কি অর্জন করতে পারি সেদিকেই ফোকাস রাখা উচিত। সুযোগ কাজে লাগিয়ে ভালো পারফর্ম করতে হবে।’ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে আজ (শনিবার)। ম্যাচটি হবে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই। এরপর একই ভেন্যুতে ২৭ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
×