ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অপরাধ করলে যে শাস্তি পেতে হবে প্রধানমন্ত্রী তা দেখিয়ে দিয়েছেন ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৭, ২৫ জানুয়ারি ২০২০

 অপরাধ করলে যে শাস্তি পেতে  হবে প্রধানমন্ত্রী তা দেখিয়ে দিয়েছেন ॥ পূর্তমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৪ জানুয়ারি ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, অপরাধ করলে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। বাংলাদেশে অপরাধ করলে অপরাধীর যে রক্ষা নেই সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর হত্যাকারীদের রক্ষার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৯ সালে জাতীয় সংসদে ইনডেমনিটি বিল পাস করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই কালো আইন বাতিল করে বঙ্গবন্ধুর খুনীদের বিচার করেছেন। ’৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী পাকিস্তানী দোসর রাজাকার, আলবদরদের বিচার করেছেন। তাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎ হত্যাসহ বিভিন্ন সময়ে বাংলাদেশে আলোচিত হত্যাকান্ড ও অপরাধের বিচার করেছেন শেখ হাসিনার সরকার। অপরাধ করলে শেখ হাসিনার কাছে কোন ছাড় নেই। তাতে সে যত বড় ক্ষমতাশালী, যে দলের বা মতেরই লোক হোক না কেন।
×