ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেবার মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৬, ২৫ জানুয়ারি ২০২০

 সেবার মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় মেডিক্যাল কলেজের স্থাপনা যেমন গড়ে ওঠছে তেমনি ট্যাক্সের টাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় নির্বাহ হচ্ছে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে ভালমানের চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে হবে। সেবার মন মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে। শুক্রবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের একাডেমি ভবন ও ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেল উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
×