ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিপিপি না মেনে টেন্ডারে ৩শ’ কোটি টাকা অপচয়ের শঙ্কা

প্রকাশিত: ১০:৩৬, ২৫ জানুয়ারি ২০২০

 ডিপিপি না মেনে  টেন্ডারে ৩শ’  কোটি টাকা  অপচয়ের শঙ্কা

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সিটি কর্পোরেশন এবং পৌরসভাসমূহের অটোমেশন প্রক্রিয়ায়, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি অনুসরণ না করায় সরকারের ৩শ’ কোটি টাকা অপচয় হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অদৃশ্য কারণে ডিপিপি’র সিদ্ধান্ত পাশকাটিয়ে তড়িঘড়ি দরপত্র আহ্বান করে সরকারের বদলে বেসরকারী পর্যায়ে তথ্যভান্ডার সংরক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে। ইউপিএইচডিপি প্রকল্পে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশন সমূহের জন্য নির্মিত সরকারের স্বত্বাধীন সফটওয়্যার ব্যবহার না করে অফ-দি-সেল্ফ (বেসরকারী প্রতিষ্ঠানের মালিকানাধীন) ৪টি নতুন সফটওয়্যার তৈরি করার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। সরকারের ডিপিপির সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশন এবং পৌরসভাসমূহের জন্য ইউনিফাইড (আইডেনটিক্যাল) অটোমেশন কার্যক্রম (আরএমএস এবং ডিইএএএস) চালু করা কোন অবস্থায়ই সম্ভব হবে না বিধায় সরকারের ৩শ’ কোটি টাকা অপচয় হবে। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বার বার বলা সত্ত্বেও প্রকল্পে এদিক সেদিক কিছুটা হয়। তবে ছাড়, পাওয়ার সুযোগ নেই। আমাদের প্রত্যেকটা প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত নানা নির্দেশনা দেয়া থাকে সেখানে যাচাই-বাছাই হয়।
×