ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে আজ ধরিত্রী সম্মেলন শুরু

প্রকাশিত: ১০:০৯, ২৫ জানুয়ারি ২০২০

  ঢাবিতে আজ ধরিত্রী সম্মেলন শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ‘টেকসই উন্নয়নের জন্য ধরিত্রী এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ। আজ শনিবার থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। এই সম্মেলনকে বিশ্ববিদ্যালয়ের ‘মুুজিববর্ষ’ অনুষ্ঠান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুষদের ডিন ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে টেকসই উন্নয়নের সঙ্গে ভূ-সম্পদ, সুনীল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও প্রকৌশলগত সমাধান সম্পর্কযুক্ত ও ওতপ্রোতভাবে জড়িত। টেকসই উন্নয়নের সঙ্গে এ বিষয়গুলোর সম্পর্ক আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা কনফারেন্সের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়াও দেশে যে গবেষণা পরিবেশ বিরাজ করছে তা বিদেশীদের সামনে তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিমন্ডলে গবেষণার সহযোগিতা, সহায়তা ও যৌথ গবেষণা পরিচালনার পাশাপাশি গবেষকদের গবেষণায় অনুপ্রাণিত করবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অনুষদের গবেষণা উন্নয়ন, দেশের উন্নয়ন ও বৈশ্বিক পরিবেশ উন্নয়নে এই কনফারেন্স শিক্ষামূলক অবদান রাখবে। সম্মেলনের গুরুত্ব উল্লেখ করে বলা হয়, টেকসই উন্নয়নে পরিবেশের সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশ ও প্রকৃতির বিশাল সম্পদের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে মানব সভ্যতা, ঘটেছে মানব উন্নয়ন। সম্মেলনে দুর্যোগ মোকাবেলা ও প্রতিরোধ প্রসঙ্গে গবেষক, গুণীজন, চিন্তাবিদ ও নীতি নির্ধারকদের গবেষণা ও মতামত তুলে ধরা হবে। গবেষণার ফলাফল বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। সম্মেলনে ৬টি বিষয়ের ওপর আলোচনা করবেন বক্তারা। আলোচনার খসড়া ও সুপারিশমালাকে ‘ঢাকা ঘোষণা’ হিসেবে প্রকাশ করা হবে। বিষয়গুলো হলো ১. সুনীল অর্থনীতি বৈশ্বিক ও বঙ্গপোসাগর পরিপ্রেক্ষিত, ২. ভূ-সম্পদের অনুসন্ধান, আহরণ, উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা, ৩. দুর্যোগ ঝুঁকি ও ব্যবস্থাপনা, ৪. জনসংখ্যা গতিশীলতা এবং আঞ্চলিক বিকাশের ওপর পরিবেশগত প্রাসঙ্গিকতা, ৫. আবহাওয়া বিজ্ঞান, আবহাওয়ার পূর্বাভাস এবং এর প্রয়োগ, ৬. ব-দ্বীপ গঠন প্রক্রিয়া এবং ব-দ্বীপ ব্যবস্থাপনা।
×