ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ার দুর্বাচারায় মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ০৮:৩৭, ২৪ জানুয়ারি ২০২০

   কুষ্টিয়ার দুর্বাচারায় মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ কুষ্টিয়া সদর উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী দুর্বাচারায় শুরু হয়েছে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট। দুর্বাচারা ব্রাদার্স ক্লাবের আয়োজনে জমজমাট এই আসরে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বীতা করছে। আজ শুক্রবার বিকেলে দুর্বাচারা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে গোপগ্রাম সবুজ সংঘ ফুটবল একাদশ ১-০ গোলে হারিয়েছে হরিনারায়নপুর ফুটবল একাদশকে। উত্তেজনাপূর্ণ ম্যাচের ৭৭ মিনিটে বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন মাজেদুর রহমান। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচত হন গোপগ্রাম সবুজ সংঘের এই ফুটবলার। সেরা গোলরক্ষক হন হরিনারায়নপুর ফুটবল একাদশের মান্না। ম্যাচে গোপগ্রাম সবুজ সংঘের হয়ে খেলেন-মাজেদুর রহমান (অধিনায়াক), মিঠু, একরাম, ইমন, মন্টু, আশিক (গোলরক্ষক), ময়েন, কিরন ও সবুজ। হরিনারায়নপুরের হয়ে খেলেন-মোঃ রাজ্জাক (অধিনয়াক), টিটু, এনা, মান্না (গোলরক্ষক), বিটু, সুমন, তনয়, আলমগীর, টিপু। ম্যাচ পরিচালনা করেন শ্রী তন্ময় কুমার, ফরহাদ হোসেন, শফিকুল ইসলাম, শাহেদ ইসলাম। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাগুলাট দমদমা জুয়েল স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে পরাজিত করে উত্তর চাঁদপুর স্পোটিং ক্লাবকে। ম্যাচের ২২মিনিটে উত্তর চাঁদপুর স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করেন আল-আমিন। এরপর ম্যাচের ৪০, ৫২,৬৮ ও ৮৮ মিনিটে মোঃ হৃদয় একাই চার গোল করেন বাগুলাটের হয়ে। দলটির পক্ষে ৭৫ মিনিটে অপর গোলটি করেন মিঠুন। হ্যাটট্রিকসহ একাই চার গোল করে ম্যাচ সেরা হন বাগুলাটের হৃদয়। ম্যাচের আগে জাকজমকপূর্ণ আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দুর্বাচারা ব্রাদার্স ক্লাবের সভাপতি, আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
×