ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বই বিতরণ

প্রকাশিত: ০৩:৫৩, ২৪ জানুয়ারি ২০২০

বরিশালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বই বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তরুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারী প্রজ্ঞাপণ অনুযায়ী জেলার মধ্যে এবারই প্রথম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর লেখা বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়েছে। এ ব্যতিক্রমধর্মী আয়োজন করেন গৌরনদী উপজেলার শতবর্ষী মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়। দুই দিনব্যাপী প্রতিযোগিতার শেষদিনে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহসম্পাদক মোহাম্মদ আলী বাবু, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান। বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোল্লা মজিবুর রহমান, সমাজসেবক আইউব আলী সরদার প্রমুখ।
×