ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

জয়নুলে ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’ শুরু

প্রকাশিত: ১০:৪৬, ২৪ জানুয়ারি ২০২০

  জয়নুলে ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’ শুরু

স্টাফ রিপোর্টার ॥ এক সময় মাতৃভূমির মর্যাদা রক্ষায় হাতে তুলে নিয়েছিলেন রাইফেল। শত্রুর বিরুদ্ধে গর্জে উঠেছিল সেই অস্ত্র। আর শত্রুমুক্ত স্বাধীন দেশে ক্যানভাসে খুঁজে নিলেন জীবনের রসদ। রণাঙ্গনে লড়াকু সেই বিশ্ববরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তার জীবনের নানা বর্ণিল মুহূর্ত ধরা দিয়েছে আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদের ক্যামেরায়। সুদীর্ঘ ১৫ বছর ধরে এই আলোকচিত্রী অনুসরণ করছেন শাহাবুদ্দিন আহমেদকে। ক্যামেরাবন্দী করেছেন শিল্পীর স্পৃহা, সাহস, অধ্যবসায়, নিষ্ঠা, প্রেম, নিবিষ্ট মুহূর্ত। সেসব ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী। শিরোনাম ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’। বৃহস্পতিবার বিকেলে শাহাবুদ্দিন আহমেদের ওপর নয় দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে আইআরসি’র এ উদ্যোগে শিল্পীর জীবননির্ভর ৫০টি আলোকচিত্র ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। মুজিব-অন্তপ্রাণ বীর মুক্তিযোদ্ধা অনন্য এ শিল্পীর কাজে বিষয় হিসেবে ঘুরেফিরে এসেছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের চেতনা স্খলনের পতিত বৈরীসময়গুলোতে শিল্পী শাহাবুদ্দিনের ছবিগুলো বারবার সাহস যুগিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বলেন, আমি নিজে শিল্প সৃজন করতে পারি না। কিন্তু শিল্পীদের কাজ আমাকে মুগ্ধ করে। বিশেষ করে সেই শিল্পী যখন শাহাবুদ্দিন আহমেদ। আনিসুজ্জামান বলেন, ইফতির কাজ আমি আগেও দেখেছি। ইফতির তোলা আলোকচিত্রে শিল্পী শাহাবুদ্দিনের ব্যক্তিত্ব, মনন ও শিল্পী সত্তার প্রকাশ ঘটেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিনেত্রী শম্পা রেজা, অমিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম করীফুল আলম, সাবলম্বী হবো সবাই (সাহস)-এর উদ্যোক্তা নাজমুল হুদা রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইআরসির ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম সুমন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। সৈকত সাংস্কৃতিক উৎসব শুরু আজ শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারাদেশে বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পর্যটন শহর কক্সবাজার সমুদ্রসৈকতে প্রথমবারের মতো ‘সৈকত সাংস্কৃতিক উৎসব ২০২০’-এর আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনের এ উৎসব।
×