ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএসএফের গুলিতে নওগাঁ সীমান্তে ৩ জন নিহত

প্রকাশিত: ১০:২১, ২৪ জানুয়ারি ২০২০

বিএসএফের গুলিতে নওগাঁ সীমান্তে  ৩ জন নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ জানুয়ারি ॥ বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে। তবে বিজিবি একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। অপর দু’জন ভবরতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে এপারের বেশকিছু লোক ভারত থেকে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করে। ভোরে গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের পিছন দিক থেকে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতের ৮শ’ গজ অভ্যন্তরে এপারের বিষ্ণুপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের ২শ’ গজ অভ্যন্তরে চকবিষ্ণুপুর দীঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮) মারা যায়। এ বিষয়ে বিজিবি ১৬ ব্যাটালিয়ন হাঁপানিয়ার ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানান। তবে এর মধ্যে গরু ব্যবসায়ী মফিজুল ইসলামের গুলিবিদ্ধ লাশ এপারের ২শ’ গজ অভ্যন্তরে পড়ে ছিল। অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে বলে তিনি শুনেছেন। তিনি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান। বিএসএফের ‘দুঃখ প্রকাশ’ ॥ নওগাঁর সীমান্তে গুলিতে তিন বাংলাদেশী নিহতের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিজিবি। নওগাঁ ১৬ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুল হক জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ২৩১ নম্বর মেন পিলারের কাছে নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের কমান্ডিং পর্যায়ের পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নওগাঁ ১৬ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুল হক ও ভারতের পক্ষে ১৫৯ বিএসএফের কমান্ডার হার্ষা জসি নেতৃত্ব দেন।
×