ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ১০:০৩, ২৪ জানুয়ারি ২০২০

  ফ্যাশন সংবাদ

পেপারফ্লাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক উদ্যোক্তাদের জন্য ‘স্মার্ট লজিস্টিক’ সেবার বিশেষ সংস্করণ নিয়ে এলো ই-কমার্স ব্যবসায় পণ্য বিলিকরণ প্রতিষ্ঠান পেপারফ্লাই। এফ কমার্স নামে পরিচিত হয়ে ওঠা ফেসবুকভিত্তিক উদ্যোক্তাদের পণ্য সরবরাহ এবং পরিবেশনে সহায়তার মাধ্যমে ব্যবসা এগিয়ে নিতে ‘স্মার্ট লজিস্টিক’ সেবা নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন পেপারফ্লাই কর্মকর্তারা। পেপারফ্লাই কর্মকর্তারা জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া নতুন ‘স্মার্ট লজিস্টিক’ সেবায় আটটি অনন্য পরিসেবা যুক্ত থাকবে। এগুলো হলো, উদ্যোক্তাদের জন্য ৫ কার্যদিবসে আর্থিক লেনদেনের সুবিধা, একদিনে ঢাকার মধ্যে পণ্য বিলি, এক সপ্তাহের মধ্যে পণ্য ফেরত, বিনামূল্যে স্মার্ট রিটার্ন এবং স্মার্ট চেক সেবা এবং বিনামূল্যে ওয়্যার হাউস ব্যবহারের সুযোগ। এই সকল সুবিধা পাওয়া যাবে ঢাকার ভেতরে মাত্র ৪০ টাকায়। পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন প্রায় ১ লাখ উদ্যোক্তাদের নিয়ে দেশের প্রযুক্তিভিত্তিক ব্যবসায়ী উদ্যোগে সম্ভাবনাময় ক্ষেত্রে হিসেবে ভিন্নমাত্রা যোগ করেছে ফেসবুক মাধ্যম। জেন্টল পার্ক মাঘ মাসের শীতে ফ্যাশন সচেতন সবার জন্য সাশ্রয়ী অফার এনেছে ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক। তরুণ-তরুণী ও শিশুদের জন্য ব্র্যান্ডটির সব শোরুমেই মিলবে এই মূল্যছাড় সুবিধা। ফ্যাশনেবল বাইকার জ্যাকেট, পিউলেদারের জ্যাকেট কেনা যাবে বর্তমান মূল্যের থেকে ৫০ ভাগ কমদামে। রঙ, স্ট্রাইপ এবং প্যাটার্ন ভিন্নতার ব্লেজার, ইয়ার্ন ও স্ট্রাইপ বৈচিত্র্যের সোয়েটার মিলবে ৩০ ভাগ কম দামে। বাড়ির ছোট্ট শিশুর শীতের জ্যাকেট, হুডি, ফুল হাতা পলো বা টি শার্ট আর আউটগোয়িং তরুণীদের প্রতিটি শীত পোশাকে থাকছে শতকরা ৩০% মূল্যছাড় সুবিধা। হালকা বা ভারি শীত পোশাকের পাশাপাশি থাকছে সাশ্রয়ী ফ্যাশন অনুষঙ্গও। জেন্টল পার্কের চিফ ডিজাইনার শাহাদৎ চৌধুরী বাবু জানান, প্রতিটি নতুন শীত পণ্যে মূল্যছাড়ের ট্রেন্ড দেশের বাইরের ব্র্যান্ডগুলোও করে থাকে। পাশাপাশি আমরা অনলাইন প্ল্যাটফর্ম দারাজ এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও হোম ডেলিভারিসহ ইকমার্স সুবিধা দিচ্ছি। ম্যারাথন এভারেস্টজয়ী প্রয়াত সজল খালেদের জন্মদিন ছিল ১২ জানুয়ারি। তাকে স্মরণ করেই চতুর্থবাবের মতো একক ম্যারাথন করেছেন তারই বন্ধু গাজী মুনছুর আজিজ। কক্সবাজারের মেরিন ড্রাইভে ১২ জানুয়ারি এ ম্যারাথন করেন। ভোর সাড়ে ৬টায় লাবণী সৈকত পয়েন্ট থেকে ম্যারাথন শুরু করেন। ইনানি সেতুর কাছ থেকে আবার লাবণী পয়েন্ট এসে বিকাল ৪টা ৮ মিনিটে সম্পন্ন করেন ম্যারাথনের ৪২.১৯৫ কিলোমিটার পথ। এর আগেও সজল স্মরণে এ পথে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে আজিজ একক ম্যারাথন করেছেন। গাজী মুনছুর আজিজ বলেন, মেরিন ড্রাইভে ম্যারাথনের মাধ্যমে দেশী-বিদেশী পর্যটকদের আকর্ষণ, পর্যটনের উন্নয়ন এবং সৈকত ও সৈকতপাড়ের জীববৈচিত্র্য রক্ষার প্রচারণাই আমার ম্যারাথনের উদ্দেশ্য। পাশাপাশি এ ম্যাারাথনের মাধ্যমে মেরিন ড্রাইভকে সজল খালেদের নামে নামকরণের আহ্বান জানাই। সুহৃদ শীত উপলক্ষে সুহৃদ তারুণ্যনির্ভর ও স্টাইলিস্ট পোশাক এনেছে। শীতকে আরামদায়ক করতে সুহৃদ সুতি কাপড়ের পোশাক এনেছে। সুহৃদ বেশ কিছু মোটিফের শীতের পোশাক বাজারে এনেছে। এ ছাড়াও বিভিন্ন উপাদান ব্যবহার করে পোশাকে দেয়া হয়েছে উৎসবের ছোঁয়া। হটলাইন : ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪
×