ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নকল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে টঙ্গীতে ব্যবসায়ীদের সচেতনতামূলক র‌্যালী

প্রকাশিত: ০৭:২৫, ২৩ জানুয়ারি ২০২০

 নকল, মেয়াদ উত্তীর্ণ  ওষুধ বিক্রি বন্ধে টঙ্গীতে ব্যবসায়ীদের সচেতনতামূলক র‌্যালী

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ।। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সিদ্ধান্ত মোতাবেক সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় এবং নকল-মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে বৃহস্পতিবার টঙ্গীতে জনসচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে র‌্যালীটি টঙ্গী বাজার থেকে গাজীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে এক সমাবেশ করে। টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন কাজলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাহাঙ্গীর হোসেন বাবুল, জীবন আলী, বিকাশ আচার্য্য, সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, সালামত উল্লাহ, নাসির উদ্দিন বুলবুল, খোরশেদ আলম, মোশারফ হোসেন, আব্দুল হালিম, মাহবুবুর রহমান জিলানী, মো: রাফিজুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, নয়ন পাটোয়ারী, মো: শাহিন, আমির হামজা সিহাব, মো: জামিলুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ওষুধ কেনা-বেচায় জনসচেতনতা বাড়ানো, ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রচলিত ওষুধ আইনের প্রয়োগ হলে স্বস্হ্য খাতে শৃঙ্খলা ফিরতে পারে। শুধু আইনের প্রয়োগ নয়, নকল ও আনরেজিস্টার্ড ওষুধ চেনা, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনস্বাস্থ্য রক্ষায় জনসাধারণকেও এগিয়ে আসতে হবে।
×