ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নান্দাইলে সরকারী জায়গায় ২শ অবৈধ দোকান উচ্ছেদের দাবি

প্রকাশিত: ০৬:৫৯, ২৩ জানুয়ারি ২০২০

 নান্দাইলে সরকারী জায়গায় ২শ অবৈধ দোকান উচ্ছেদের দাবি

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ উপজেলায় কালিয়াপাড়া বাজারের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে এক মানববন্ধন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে নান্দাইল সদরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজনের কাছে একটি স্মারকলিপি দেন। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি জমি দখল করে কালিয়াপাড়া বাজারে প্রায় দুই শতাধিক অবৈধ ঘর তৈরি করা হয়েছে। কেউ কেউ ঘর তুলে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। আবার কাউকে জোর করে উচ্ছেদ করে তার জমি দখল করে নেওয়া হয়েছে। ওই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, এলাকার প্রভাবশালীরা বাজারের সরকারি জমি দখল করে প্রায় ২শ দোকানপাট গড়ে তুলেছেন। এসব দোকান ভাড়ায় খাটিয়ে প্রতিবছর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যবসায়ীরা সহকারী কমিশনারের (ভুমি) কার্যালয়ে এসে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করে প্রকৃত ব্যবসায়ীদের জমি বন্দোবস্ত দেওয়ার জন্য আবেদন করেছেন। জমি দখল প্রসঙ্গে ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, বাজারে তাঁর দুটি ঘর রয়েছে। একটিতে তিনি নিজে আসবাবপত্রের ব্যবসা করেন। অন্যটিকে কাঠ সংরক্ষণ করেন। তবে দুটি ঘর সরকারি জমিতে তুলেছেন। এ বিষয়ে তিনি কোনো অনুমতি নেননি। দখলদারদের মধ্যে মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও তাঁর ভাই নুর মোহাম্মদের নামও রয়েছে। ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বাজারের সরকারি জমিতে তাঁর একটি ঘর থাকার কথা স্বীকার করেন। বৃহস্পতিবার ইউএনওর কার্যালয়ে সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অ্যাসিল্যান্ড মাহমুদা আক্তার জানান, কালিয়াপাড়া বাজারের সরকারি জমি বন্দোবস্ত (লিজ) দেওয়ার জন্য প্রকৃত ব্যবাসায়ীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। এছাড়া দখলদার উচ্ছেদ করে সরকারি জমি খালি করার পর তা সমান হারে লিজ দেওয়া হবে। ইউএনও ব্যবসায়ীদের বলেন, জমি বন্দোবস্ত পাবার জন্য তাঁরা (ব্যবসায়ী) যেন উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কার্যালয়ে আবেদন করেন।
×