ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ্যাপলের ব্রাউজারে নিরাপত্তা ত্রুটি বের করলো গুগল

প্রকাশিত: ০৩:০০, ২৩ জানুয়ারি ২০২০

অ্যাপলের ব্রাউজারে নিরাপত্তা ত্রুটি বের করলো গুগল

অনলাইন ডেস্ক ॥ অ্যাপলের সাফারি ব্রাউজারে বেশ কয়েকটি নিরাপত্তা ত্রুটি বের করেছেন গুগলের গবেষকরা। এই ত্রুটি কাজে লাগিয়ে গ্রাহকের ওয়েব ব্রাউজিংয়ের ধরন নজরদারি করা সম্ভব ছিল হ্যাকারদের পক্ষে। শীঘ্রই এই ত্রুটির বিষয়ে নথি প্রকাশ করা হবে বলে বুধবার জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। ইতোমধ্যেই ব্রাউজারের এই ত্রুটিগুলো সারিয়েছে অ্যাপল। ব্রাউজারের একটি টুলে এই নিরাপত্তা ত্রুটিগুলো বের করা হয়েছে। মজার বিষয় হলো, এই টুলটি বিশেষভাবে বানানোই হয়েছে গোপনতা রক্ষার জন্য-- খবর বার্তাসংস্থা রয়টার্সের। ত্রুটি কাজে লাগিয়ে তৃতীয় পক্ষের কেউ গ্রাহকের ব্রাউজিংয়ের অভ্যাসের মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারেন বলে জানানো হয়েছে। আগের বছর আগস্টে অ্যাপলকে এই ত্রুটির বিষয়ে জানায় গুগল। ডিসেম্বরে এক ব্লগ পোস্টে অ্যাপলের এক প্রকৌশলী বলেন, গুগলের গবেষকদের বের করা ত্রুটি সারানো হয়েছে। বুধবার অ্যাপলের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, গুগল এই ত্রুটিগুলো বের করেছে এবং আগের বছরই এগুলো সারানো হয়েছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গুগল।
×