ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বৃষ্টি ও বন্যার পর ফের তাপমাত্রা বেড়েছে অস্ট্রেলিয়ায়

প্রকাশিত: ০০:০৩, ২৩ জানুয়ারি ২০২০

বৃষ্টি ও বন্যার পর  ফের তাপমাত্রা বেড়েছে অস্ট্রেলিয়ায়

অনলাইন ডেস্ক ॥ বৃষ্টি এবং আকস্মিক বন্যার পর অস্ট্রেলিয়ায় ফের বেড়েছে তাপমাত্রা। আর এই তাপমাত্রা বৃদ্ধির কারণে দেশটির বিভিন্ন রাজ্যে আবারো বাড়তে পারে দাবানলের তীব্রতা। দাবানলে সৃষ্ট ধোঁয়ার কারণে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা জানান, দেশটির দক্ষিণ-পূর্ব দিক দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। খবর বিবিসির। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিউ সাউথ ওয়েলসে এখনো ১০০ টি স্থান রয়েছে যেখানে দাবনলের আগুন রয়েছে। দেশটির স্নোয়ি মাউন্টেনে দমকল বাহিনীর একটি বিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে। নিউ সাউথ ওয়েলস দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার বিকালে ওই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ২৭ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান।
×