ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী রবিবার ইভিএমে ভোটগ্রহণ নিয়ে রিট শুনবেন হাইকোর্ট

প্রকাশিত: ০০:০১, ২৩ জানুয়ারি ২০২০

আগামী রবিবার ইভিএমে ভোটগ্রহণ নিয়ে রিট শুনবেন হাইকোর্ট

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট। এ বিষয়ে শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর উস সাদিক। আদালত রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্যে করে বলেন, ‘এটা জরুরি বিষয়। আগামী রবিবার এই রিট মামলা শুনানির জন্য কার্যতালিকায় টপে থাকবে।’ ২২ জানুয়ারি ইভিএমে ভোটগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, ‘ইভিএম সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে এখনো পাশ হয়নি। এ অবস্থায় সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ অবৈধ। তাই রিট দায়ের করেছি।’ আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।
×