ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাপস ও আতিকের গণসংযোগ

দুই সিটি কর্পোরেশনকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ার প্রত্যয়

প্রকাশিত: ১০:৩৯, ২৩ জানুয়ারি ২০২০

  দুই সিটি কর্পোরেশনকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ার প্রত্যয়

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থীরা প্রচার ও গণসংযোগ করছেন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। পিছিয়ে নেই আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র প্রার্থীও। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের আপন করে নিয়ে চালাচ্ছেন প্রচার। সিটি নির্বাচনে বিজয়ী হতে পারলে সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত ও সত্যিকারের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী। সেই সাথে ব্যবসায়ীবান্ধব নাগরিক সুবিধা সংবলিত শহর গড়া হবে। যেখানে শহরবাসী ঘরে বসেই দিতে পারবেন হোল্ডিং ট্যাক্স। এতে নাগরিক সেবা বাড়বে, কমবে ভোগান্তিও। বুধবার নির্বাচনী প্রচারের ১৩তম দিনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিন্ন ভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা এসব কথা বলেন। নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ব্যবসায়ীবান্ধব সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার দুপুরে চকবাজারের কারা কনভেনশন সেন্টারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও ভোটে জিততে অলীক কোনো স্বপ্ন দেখানোর পক্ষপাতী নন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, যা তিনি বাস্তবে করতে পারবেন, সেই প্রতিশ্রুতিই দেবেন তিনি। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। ৫ কার্যদিবসের মধ্যে ট্রেড লাইসেন্সের সমাধান করা হবে। আমিও একজন ব্যবসায়ী। তাই একজন ব্যবসায়ীর কী সমস্যা থাকতে পারে তা আমি খুব ভালোভাবেই অনুধাবন করতে পারি। সিটি কর্পোরেশনে আমরা একটি হেল্প ডেস্ক করব। ব্যবসায়ীদের সমস্যা দৈনন্দিন ভিত্তিতে সমাধান করা হবে। অনলাইন এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও সিটি কর্পোরেশনের সেবা প্রদান করা হবে। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাবেক এফবিসিসিআই সভাপতি সিদ্দিকুর রহমান, শফিউল ইসলাম মহিউদ্দিনসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতারা। সম্মেলনের পরে ব্যারিস্টার তাপস হাজারীবাগের ২২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। বিভিন্নস্থানে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান তিনি। আতিকের প্রচার এদিকে, শহর নিয়ে নানা উদ্যোগের কথা বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম। ১৩তম দিনে নির্বাচনী প্রচারে উত্তর সিটি কর্পোরেশনের আ’লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, একটি সুস্থ, সচল ঢাকা গড়ে তুলতে আমাদের মশক নিধন করতে হবে, জলাবদ্ধতা দূর করতে হবে, যানজট নিরসন করতে হবে। আমরা এর সবই করব। আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে ডেঙ্গু নির্মূলে ও এডিস মশা নিধনে সর্বোচ্চ গুরুত্ব থাকবে। আপনারা জানেন, আগে সিটি কর্পোরেশনে কোনো কীটতত্ত্ববিদ ছিল না। ৯ মাসের দায়িত্ব পালনকালে আমি কীটতত্ত্ববিদ নিয়োগ দিয়েছি। আগামীতেও এডিস মশা নির্মূলে যা যা করা দরকার আমরা করব। নির্বাচনী প্রচারণায় ১৩তম দিনে বুধবার রাজধানীর মোহাম্মদপুরে ৩৪ নম্বর ওয়ার্ডের পুলপাড় এলাকায় এক পথসভায় এসব কথা বলেন আতিকুল ইসলাম। মোহাম্মদপুরের বৈশাখী মাঠের করুণ দশা উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, আগামী এক বছরের মধ্যে এটিকে আধুনিক মাঠ করা হবে। এ ছাড়া মোহাম্মদপুর এলাকায় সাতটি আধুনিক পার্ক করা হচ্ছে বলে তিনি জানান। ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, গত নয় মাসে কর্পোরেশনের কোন কোন জায়গায় চ্যালেঞ্জ আছে, কোন জায়গায় কাজ করতে হবে, তা জানতে পেরেছি। তিনি আরও বলেন, আকাশের যত তারা, সিটি কর্পোরেশনের তত ধারা। এখানে কাজ করতে গেলে অনেক সমস্যারই মোকাবিলা করতে হয়। তাও আমরা কাজ করে যাব। দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা হবে সিটি কর্পোরেশনকে। যদি আপনারা আমাকে এবং আমাদের কাউন্সিলরদের নির্বাচিত করেন তবে সবার জবাবদিহিতা নিশ্চিত করা হবে টাউন হল মিটিংয়ের মাধ্যমে।
×