ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিজেতে গাম্বিয়ার মামলার রায় আজ

প্রকাশিত: ১০:৩৮, ২৩ জানুয়ারি ২০২০

  আইসিজেতে গাম্বিয়ার মামলার রায়  আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের গণহত্যা চালানোর বিষয়ে গাম্বিয়ার দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী আদেশ দেবে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার আইন মন্ত্রণালয় এক টুইটে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা ও গার্ডিয়ানের। এরই মধ্যে মামলার বাদী গাম্বিয়া রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরী ব্যবস্থা নিতে আইসিজের প্রতি আহ্বান জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এ রায় দিতে যাচ্ছে সর্বোচ্চ আন্তর্জাতিক আদালত। রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা চালানোর অভিযোগে গত বছরের ১১ নবেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার ছোট্ট এই মুসলিম দেশটি। রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে গণহত্যা, গণধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘন করেছে অভিযোগে ওই মামলা করা হয়। গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে এ নিয়ে শুনানি শুরু হয়। সেদিন গাম্বিয়ার পক্ষে মামলায় প্রতিনিধিত্ব করেন দেশটির এ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু। ওই শুনানির শুরুতে প্রধান বিচারক সোমালিয়ার নাগরিক আব্দুলকায়ি আহমেদ ইউসুফ মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এতে ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার জাতিগত নিধন চালানোর অভিযোগ এনে বলা হয়, আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে। ওই গণহত্যা বন্ধের নির্দেশ দিতে আইসিজের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি।
×