ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজ জয়ের আশায় পাকিস্তানে ক্রিকেট দল

প্রকাশিত: ১০:৩১, ২৩ জানুয়ারি ২০২০

  সিরিজ জয়ের আশায়  পাকিস্তানে ক্রিকেট দল

মিথুন আশরাফ ॥ নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। আছে ভীতি। সঙ্গে মন দিয়ে খেলার পরিবেশও না মেলার আশঙ্কাই বেশি। এরপরও সবকিছুকে জয় করতে বিশেষ ফ্লাইটে করে বুধবার রাতে পাকিস্তান গেল বাংলাদেশ ক্রিকেট দল। উদ্দেশ্য পাকিস্তানের বিরুদ্ধে লাহোরে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলা। যে সিরিজটি প্রথম টি২০ দিয়ে শুক্রবার শুরুও হয়ে যাবে। মাঝখানে শনিবার দ্বিতীয় এবং সোমবার তৃতীয় ও শেষ টি২০ দিয়ে সিরিজ শেষও হয়ে যাবে। সাতদিনের স্বল্প সময়ের সফরে গেছে বাংলাদেশ টি২০ দলের ক্রিকেটাররা। সিরিজ শেষে ২৮ জানুয়ারি দেশে ফিরেও আসবে দল। এ সিরিজ জয়ের আশা নিয়েই পাকিস্তান গেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তা ইস্যু দূরে রেখে এখন খেলায় মনোযোগ দিয়ে সিরিজ জিততে চান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেছেন, ‘পাকিস্তান আমাদের সর্বোচ্চ নিরাপত্তাই দিচ্ছে। আমার মনে হয় যেভাবে আমরা ক্রিকেট খেলছি, শেষ কয়েকটি সিরিজে আমি খুব আশাবাদী যে ভাল কিছু ম্যাচ আমরা উপহার দিতে পারব। আমরা সিরিজ জেতার চেষ্টা করব। এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি। দলের অন্য সদস্যরা এই বিষয়ে (নিরাপত্তা) চিন্তিত নয়। সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। আমরা শুধু খেলার কথাই চিন্তা করছি। কিভাবে ওখানে গিয়ে ভাল পারফর্ম করতে পারব এবং জিততে পারব- এটা নিয়ে আমরা চিন্তিত। আমাদের চিন্তা করতে হবে আমাদের পারফর্মেন্সটা যেন যথাযথ ওইখানে দিতে পারি। আমরা এগুলো নিয়ে চিন্তিত না। আমার মনে হয় না দলের কেউ এগুলো নিয়ে চিন্তিত। সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আমাদের খেলতে হবে। আমাদের ভাল পারফর্মেন্স করতে হবে। আমরা এটা নিয়ে আগ্রহী।’ সফর নিয়ে অনেক ঝামেলা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শুরু থেকেই বলছিলেন, শুরুতে স্বল্প সময়ের জন্য টি২০ সিরিজ খেলতে দলকে পাঠাবেন। নিরাপত্তার অবস্থা তখন বোঝা হবে। এরপর কোন একসময় টেস্ট সিরিজ খেলতে দল পাঠানো হবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি এহসান মানি কোনভাবেই তা মানতে রাজি ছিলেন না। তিনি বরাবরই বলে এসেছেন, পুরো সিরিজ একবারেই খেলতে হবে। অথচ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকেই দূরে সরে থাকে পাকিস্তান। পাকিস্তানে গিয়ে টেস্ট খেলুড়ে বড় মাপের কোন দলই খেলতে রাজি হয়নি। খেলাও হয়নি। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে তামিম ইকবাল, সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও নতুন মুখ হাসান মাহমুদ টি২০ সিরিজের দলে আছেন। তারা পাকিস্তানে খেলতেও গেছেন।
×