ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রকাশিত: ১০:৩১, ২৩ জানুয়ারি ২০২০

 ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

রুমেল খান ॥ ‘শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আমরা ভাল করেছি। ওই ম্যাচে তিনটি গোল করে কোন গোল হজম করিনি। জিতে সবাই এখন বেশ আত্মবিশ্বাসী। গত দুই/তিনদিন অনুশীলনও ভাল হয়েছে। তবে সেমির ম্যাচটি অনেক কঠিন হবে। প্রতিপক্ষের আক্রমণভাগ অনেক শক্তিশালী। শারীরিকভাবেও তারা শক্তিশালী। তবে আমরাও তৈরি আছি।’ কথাগুলো জেমি ডে’র। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ মোকাবেলা করবে বুরুন্ডিকে। এ প্রসঙ্গে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রিটিশ কোচ জেমি উপরোক্ত মন্তব্য করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে গিয়ে লালকার্ড পাওয়ায় সেমির ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার তপু বর্মণ। এটাকে দলের জন্য ‘ক্ষতি’ স্বীকার করলেও তপুকে ছাড়াই রক্ষণভাগ সামাল দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সেক্ষেত্রে তপুর জায়গায় সুশান্ত, রাফি, রায়হান ... এদের যে কোন একজনকে প্রথম একাদশে খেলানোর আভাস দিয়েছেন তিনি। সেমির ম্যাচে খেলার কৌশল প্রসঙ্গে জেমি বলেন, ‘প্রথম ২০ মিনিটে গোল করতে পারব কি পারব না, সেটা কোন ব্যাপার না। যদি ৯০ মিনিট খেলে গোল করি আর দল জিতে তাহলে তো ভালই। গোল করতে হলে আপনাকে সুযোগ তৈরি করতে হবে। সেটা করতে পারলে অবশ্যই গোল আসবেই। তবে আমরা যদি আক্রমণাত্মক খেলতে যাই তাহলে দেখা যাবে কাউন্টার এ্যাটাকে বুরুন্ডি দ্রুত গোল পেয়ে যাবে। তাই সবার আগে ডিফেন্সে মনোযোগী হতে হবে। এটা ঠিক সব দলেরই টার্গেট থাকে শুরুতে গোল করার। সেটা করতে পারলে আমাদের আত্মবিশ্বাসটা আরও বেড়ে যাবে। ম্যাচের শেষদিকে কোনমতেই গোল খাওয়া যাবে না। শেষদিকে মনোযোগের ঘাটতির কারণে এটা হয়। সেমিফাইনালে এমন ভুল করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে।’
×